Home শীর্ষ খবর গরুর নাম স্বপ্নরাজ, দাম ২০ লাখ!

গরুর নাম স্বপ্নরাজ, দাম ২০ লাখ!

দখিনের সময় ডেস্ক:

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের বাঘলবাড়ি গ্রামে মোজাম্মেল হক বাবু নামের এক ব্যক্তি লালনপালন করছেন বিশাল আকৃতির এক ষাঁড়। তিনি এটির নাম দিয়েছেন ‘স্বপ্নরাজ’। ওই ষাঁড়ের খাবারের তালিকাটাও অনেকটা ‘স্বপ্নের’ মতোই। আপেল, আঙুর, কলাসহ নানা ফলমূল ছাড়া তার চলেই না। চার বছরে শরীরের ওজন হয়েছে প্রায় ৩৬ মণ।

আসন্ন ইদুল আজহায় চার বছর বয়সী ‘স্বপ্নরাজ’ নামের বিশালাবৃতির ফ্রিজিয়ান জাতের এই গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক মোজাম্মেল হক বাবু। তিনি গরুটির দাম চেয়েছেন ২০ লাখ টাকা।

জানা যায়, ‘স্বপ্নরাজ’ নামের ওই গরুর বিশেষ যতœ নেওয়া হয়। গরুটিকে কাঁচা ঘাস, খৈল, ছোলা, ভুট্টার ভূষি, মশুর ডালসহ ভালো মানের খাবার খাওয়ানো হয়। শুধু তাই নয়, ওই গরুর খাদ্য তালিকায় প্রতিদিনই আঙুর, আপেল, কলাসহ নানা জাতের দামি ফলমূল খাওয়ানো হয়। এ ছাড়া রোগ জীবাণুর হাত থেকে বাচাঁতে প্রতিদিন সাবান, শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। গরুটিকে অনেকটা নিজের সন্তানের মতো লালন পালন করে এসেছেন তারা। খাওয়ানো হয়নি কোনো ওষুধপত্র। পুরোপুরি দেশিয় পদ্ধতিতে বড় করা হয়েছে বলে দাবি করেন গরুর মালিক।

বাঘলবাড়ি গ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তি জানান, আমাদের এলাকায় এতো বড় ষাঁড় গরু এর আগে কখনো দেখিনি। ষাঁড় গরুটি খুব ধীরস্থির প্রকৃতির। দেখতে এতোই সুন্দর লাগে যে প্রতিদিনই একবার হলেও ষাঁড় গরুটি দেখতে ওই বাড়িতে যাই। শরীর নেড়ে আদর করে আসি।

মোজাম্মেল হক বাবু বলেন, জন্মের পরই বাছুরটির শরীরের গঠন দেখে মায়ায় পড়ে যাই। সন্তানদের নিয়ে যেভাবে প্রতিটা বাবা-মা স্বপ্ন দেখে ঠিক একইরকম স্বপ্ন দেখেছিলাম গরুটিকে নিয়ে। এ জন্য নাম রেখেছিলাম ‘স্বপ্নরাজ’। আমি ও আমার স্ত্রী মিলে অনেক যতœ করে বড় করেছি তাকে। গরুটির দাম চেয়েছি ২০ লাখ। তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হলে ‘স্বপ্নরাজ’ নামের বিশালাকৃতির ওই ষাঁড় গরুটি বিক্রি করব।

গরুটির ব্যাপারে জানতে চাইলে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ অধিধপ্তরেরন ভেটেরিনারি সার্জন ডা. রোকনুজ্জামান বলেন, গরুটি ব্যাপারে জানার পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হয়েছে। এ ছাড়া খামারের মালিক যেন প্রকৃত দাম পান সে জন্য প্রাণিসম্পদ অফিসের ফেসবুক পেজেও ছবি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাটে নতুন ফিচার

দখিনের সময় ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নিত্যনতুন ফিচার। অনেক আগেই অ্যাপটিতে যুক্ত হয়েছে প্রযুক্তির অন্যতম সেরা আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে...

প্রতিবার খাবারের সঙ্গে শসা খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: শসা হলো এমনই একটি সবজি যা প্রতিটি বাড়িতে সালাদ হিসেবে খাওয়া হয়। এই সবজি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দেয়। আপনি যদি ওজন কমানোর...

অবসরের ঘোষণা দিলেন সাকিব

দখিনের সময় ডেস্ক সাকিব আল হাসান ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগেই। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন,...

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

দখিনের সময় ডেস্ক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের...

Recent Comments