Home শীর্ষ খবর রিফাত শরিফ হত্যা নিয়ে সিনেমা ‘পরাণ’, একাধিক মামলার হুমকি

রিফাত শরিফ হত্যা নিয়ে সিনেমা ‘পরাণ’, একাধিক মামলার হুমকি

দখিনের সময় ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘পরাণ’ সিনেমা নিয়ে ক্ষুব্ধ রিফাত হত্যা মামলার বাদী ও আসামি পক্ষের পরিবারের সদস্যরা। ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন, পরিবারের অনুমতি না নেওয়া, আইনগত কার্যক্রম শেষ হওয়ার আগেই সিনেমা নির্মাণসহ নানা বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমাটির বিরুদ্ধে আলাদা আলাদাভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তারা।

নিহত রিফাত শরিফের বাবা দুলাল শরিফ বলেন, তার ছেলে নিহত রিফাতকে হত্যার চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে সিনেমা নির্মাণের কথা জেনেছেন কয়েক বছর আগেই। তখন তিনি ভেবেছিলেন নির্মাতা অবশ্যই সিনেমা নির্মাণের জন্য তাদের সঙ্গে কথা বলবেন। তারা ঘটনা ও ঘটনার ভেতরের কথাগুলো শুনবেন। তবে এখন জানতে পেরেছেন সিনেমা নির্মাণ শেষ। মুক্তির অপেক্ষায় আছে। তাদের অনুমতি নেওয়া তো দূরে থাক, একবারও সিনেমা নির্মাতা কথাও বলেননি তাদের সঙ্গে।

এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার বের হয়েছে। সেটা দেখে সবাই বলছেন রিফাত হত্যাই এই সিনেমার মূল কাহিনী। অথচ রিফাতের বাবা হয়েও দুলাল শরিফ জানেন না রিফাতকে সেখানে কীভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ‘ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করলে অবশ্যই মামলা করবো।’

এদিকে সিনেমাটির বিষয়ে নির্মাতা রায়হান রাফি সাংবাদিকদের বলেছেন, একটি সত্য ঘটনা থেকে তিনি উৎসাহ পেয়েছেন পরাণ সিনেমা নির্মাণের। তবে সিনেমাটি বরগুনার রিফাত হত্যাকাণ্ড বা মিন্নিকে নিয়ে নয়। তবে রিফাতের বাবা দুলাল শরিফ বলেন, কয়েক বছর আগে যখন সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়া হয় তখন নির্মাতা নিজেই বলেছেন ‘পরাণ’ নামে তিনি যে সিনেমা নির্মাণ করবেন তা বরগুনার রিফাত হত্যাকাণ্ড নিয়ে। এ বিষয় গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে অনেক। সে কারণেই ‘পরাণ’ সিনেমা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন সে সিনেমায় ভিন্ন গল্প বা সত্য ঘটনাকে আড়াল করে ভিন্নভাবে উপস্থাপন করলে মানুষ ভাববে এটাই ছিল সত্য ঘটনা। যা তিনি কখনোই মেনে নেবেন না। মামলার প্রস্তুতি হিসেবে আইনজীবীদের সঙ্গে কথা বলেও রেখেছেন বলে জানান রিফাতের বাবা দুলাল শরিফ।

ঝামেলা আরো আছে,  রিফাত হত্যাকাণ্ডে আলোচিত রিফাতের স্ত্রী মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানিয়েছেন, তার আইনজীবী জেডাই খান পান্না তাকে নিশ্চিত করেছেন মিন্নি চরিত্রকে অবলম্বন করে সিনেমার মাধ্যমে বাজে কিছু উপস্থাপন করা হলে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হবে। বিচার চলাকালীন একটি বিষয়কে নিয়ে সিনেমা নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর এ মলায় এক কিশোর অপরাধীর বাবা মনির খান বলেন, মামলায় কিশোরদের মধ্যে অনেকেই আছে যারা এ ঘটনার সঙ্গে জড়িত না। ঘটনার সময় উৎসুক অন্য সাধারণ মানুষের মতোই দাঁড়িয়ে ছিল। আদালত দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে তাদেরও সর্বোচ্চ সাজা দিয়েছে। যা উচ্চ আদালতে প্রমাণের চেষ্টায় আছেন তারা। এ সময় একটি সিনেমার মাধ্যমে এ হত্যাকাণ্ডকে উপস্থাপন তাদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments