Home শীর্ষ খবর দুই লঞ্চের প্রতিযোগিতা, সংঘর্ষে আহত ২০ জন

দুই লঞ্চের প্রতিযোগিতা, সংঘর্ষে আহত ২০ জন

দখিনের সময় ডেস্ক:

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ঘাটে দুই লঞ্চের সংঘর্ষে লঞ্চ ও পন্টুনে অবস্থানরত অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে কালাইয়া টু ঢাকাগামী এমভি বন্ধন ৫ ও ধুলিয়া-১ দোতালা লঞ্চের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় লঞ্চে অবস্থানরত ও পন্টুনে অপেক্ষমান শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। লঞ্চ যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ দুটো বাউফলের কালাইয়া ঘাট থেকে ওইদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে প্রতিযোগিতামূলক চালিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ধুলিয়া লঞ্চ ঘাটে ভিড়তে গিয়ে বন্ধন ৫ লঞ্চটি, ধুলিয়া ১ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কা লাগে পন্টুনেও।

গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। এর মধ্যে মারজিয়ার অবস্থা আশঙ্কাজনক। ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন দেওয়ান জানান, পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধুলিয়া ১ লঞ্চের যাত্রী হাসান সিকদার জানান, এ ঘটনায় দুই বছরের শিশু মারজিয়া, তার বাবা মেহেদি হাসান (৩২), আশ্রাফ গাজীসহ (৫০) ২০ জন আহত হয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আহত ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে পাঁচজন গুরুতর আহত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লঞ্চ দুটো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments