Home শীর্ষ খবর আদালত চত্বরে আসামির ছুরিকাঘাতে বাদি নিহত,  পালিয়েছে মূল হামলাকারী

আদালত চত্বরে আসামির ছুরিকাঘাতে বাদি নিহত,  পালিয়েছে মূল হামলাকারী

দখিনের সময় ডেস্ক:

সুনামগঞ্জে আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির অফিসের সামনের খোলা জায়গায় আসামির উপর্যুপরি ছুরিকাঘাতে মামলার বাদির মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা তিন আসামিকে আটক করে আইনজীবী সমিতিতে নিয়ে আটক রাখে। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে মূল আসামি পালিয়ে গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহতের নাম খোকন মিয়া (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও মামলার আইনজীবী বাহার আহমদ জানান, জমিজমার বিরোধ নিয়ে খোকন মিয়া ও তার ভাই মাসুক মিয়ার সঙ্গে একই গ্রামের লাল মিয়ার ছেলে ফয়েজ মিয়া, আফরোস মিয়ার ছেলে সেবুল মিয়া ও সাজিদ মিয়া এবং বাদশা মিয়ার ছেলে শাহান মিয়ার বিরোধ ছিল। এ ঘটনায় আদালতে মামলা চলছে।  তিনি জানান, মামলা চলাকালেই গত ১২ মে আসামিরা মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিলে মাসুক মিয়া জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে বাদীর ভাই খোকন মিয়া আইনজীবী সহকারী সমিতিতে মামলার তথ্য জানতে আসলে সমিতির অফিসের সামনের খোলা জায়গায় আসামি ফয়েজ মিয়া, সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান মিয়া তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকেন।  এসময় তিন আসামি খোকন মিয়াকে ধরে রাখে এবং শাহান মিয়া ধারালো ছুরি দিয়ে খোকনের গলা, পিঠ, বুক ও পায়ে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শত শত লোক নৃশংস এই ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে আসামি চারজনকে আটক করেন। তবে মূল হামলাকারী শাহান মিয়া পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ জনতার হাতে আটককৃত তিনজনকে থানায় নিয়ে যায় এবং নিহত খোকন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে বলেও জানান তিনি। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সৌদি আরবের বিস্ফোরক ঘোষণা: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর গুজব অস্বীকার

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালু করার খবর উড়িয়ে দিয়েছেন সৌদি আরবের ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ। তিনি...

অতীতের মতো আগামীতেও অপচেষ্টা ব্যর্থ হবে: জামায়াত আমির

দখিনের সময় ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তারা পতিত স্বৈরাচারের পক্ষে অপচেষ্টা...

সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কৃষ্ণ কাজ করছিল: নাহিদ

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশে এ...

চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর...

Recent Comments