Home আন্তর্জাতিক ইউরোপে গ্যাস সরবরাহ ফের চালু করল রাশিয়া

ইউরোপে গ্যাস সরবরাহ ফের চালু করল রাশিয়া

দখিনের সময় ডেস্ক:

ইউরোপে আবারও গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া। এর আগে দেশটি গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ অথবা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করেছিল ইউরোপীয় কমিশন। রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন আগে বন্ধ করে দেওয়া নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের গ্যাসের সরবরাহ পুনরায় চালু করেছে রাশিয়া। খবর: বিবিসি।

তবে গ্যাসের সরবরাহ আগের তুলনায় কম। সরবরাহ বন্ধের আশঙ্কায় গত বুধবার ইউরোপীয় কমিশন আগামী সাত মাস সদস্য দেশগুলোকে ১৫ শতাংশ গ্যাসের ব্যবহার কমাতে বলেছিল।

রাশিয়া গত বছর ইউরোপকে তার প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করেছিল। ২০২০ সালে রাশিয়ার গ্যাসের অন্যতম বৃহৎ আমদানিকারক ছিল জার্মানি। কিন্তু দেশটি বর্তমানে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপে পাইকারি গ্যাসের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে ভোক্তাদের জ্বালানি বিলের ওপর। ইউরোপীয় কমিশন বলেছে, ২০২১ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে সদস্য দেশগুলোর রাজধানীতে পরিবারগুলোর খুচরা বিদ্যুতের দাম ৪৪ শতাংশ বেড়েছে। তবে এই সময়ে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি বেড়েছে নেদারল্যান্ডস (১৬৭ শতাংশ), অস্ট্রিয়া (১২২ শতাংশের বেশি) এবং ইতালিতে (১১৮ শতাংশ)।

রুশ প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে আশ্বস্ত করে বলেছেন, দেশটির রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম তার সব চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করবে। রাশিয়া রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইলের জন্য গ্যাস ব্যবহার করছে বলে ইউরোপ অভিযোগ করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তা অস্বীকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জ্যামিতির কম্পাস দিয়ে বাবাকে খুন করলো ছেলে

দখিনের সময় ডেস্ক: জ্যামিতির কম্পাস হলো লেখা পড়ার উপকরণ। কিন্তু এটি হয়ে উঠলো খুনের হাতিয়ার। আর এ দিয়েই ছেলেন হাতে খুন হলো বাবা। জ্যামিতি বক্সের...

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

দখিনের সময় ডেস্ক: এসি বা এয়ারকন্ডিশন এখন আর বিলাসতা নয় এটি এখন জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক...

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: তাৎক্ষণিক বার্তা প্রেরণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য কোম্পানি সময়ে সময়ে আপডেট এনে থাকে হোয়াটসঅ্যাপ। এতে অন্যান্য ফিচারের...

গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা

দখিনের সময় ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের ভরসার কথা মাথায় রেখে প্রসিদ্ধ টেক কোম্পানি অ্যাপল নানাবিধ পরিষেবা দিয়ে থাকে। আর এতে তাদের জনপ্রিয়তা এবং ব্যবসায়িক লাভ দুইই...

Recent Comments