Home আন্তর্জাতিক মিয়ানমারে গণতন্ত্রপন্থি কর্মীসহ ৪ জনের ফাঁসি কার্যকর

মিয়ানমারে গণতন্ত্রপন্থি কর্মীসহ ৪ জনের ফাঁসি কার্যকর

দখিনের সময় ডেস্ক:

মিয়ানমারের সামরিক সরকার গণতন্ত্রপন্থি কর্মীসহ চারজনের ফাঁসি কার্যকর করেছে । আজ সোমবার(২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গণতন্ত্রপন্থি কর্মী কিয়াও মিন ইউ, সাবেক আইন প্রণেতা ও হিপ-হপ শিল্পী ফিও জেয়া থাও, হ্লা মিও অং ও অং থুরা জাও। তাদের বিরুদ্ধে নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাসীদের সহযোগিতার অপরাধে জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যে বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে দেশটির ক্ষমতা দখল করে।

সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সাবেক আইনপ্রণেতা ফিও জেয়া থাও এবং গণতন্ত্রপন্থি জনপ্রিয় নেতা খ মিন ইউ সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দোষী সাব্যস্ত হন। বাকি দুইজন হ্লা মিও অং ও অং থুরা জাওকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ হলো- তারা এমন এক নারীকে হত্যা করেছেন যিনি সেনাবাহিনীকে তথ্য সংগ্রহ করতেন।

তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা যখন দেওয়া হয় তখন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও হিউম্যান্ট রাইটস গ্রুপ নিন্দা জানিয়েছে। এ ঘটনার পর বিবৃতি দেয় জাতিসংঘ। তাদের দুইজন বিশেষজ্ঞ পরিকল্পিত মৃত্যুদণ্ডকে জনগণের মধ্যে ভয় জাগানোর একটি ‘জঘন্য প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ২ হাজার ১০০ জন নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments