Home শিক্ষা ববি শিক্ষার্থীদের স্মার্টফোন  ক্রয়ে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন

ববি শিক্ষার্থীদের স্মার্টফোন  ক্রয়ে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন

কাজী হাফিজ ‍॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্টফোন  ক্রয়ে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপাচার্য এর কার্যালয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে   উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন  বলেন,  “এত প্রতিকূল অবস্থার মাঝেও সরকার কারোনা মোকাবেলাসহ দেশের সকল খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। যার দরুন করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশেই এগিয়ে। ” এসময় উপাচার্য  করোনা মহামরীর এ দুঃসময়ে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফট লোন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক ভাবে তিনজন শিক্ষার্থীর মাঝে ৮,০০০ টাকা করে লোনের চেক হস্তান্তর করা হয়।

বাকি ৩১৯ জন শিক্ষার্থীর লোনের টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হবে। উল্লেখ্য, করোনাকালীন সময়ে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যহত না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান  বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস ক্রয়ের জন্য একটি তালিকা প্রেরণের নির্দেশনা প্রদান করে ছিলেন।

নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১০৭০ জনের আবেদন পাঠানো হলে তা পুরোটাই গৃহীত হয়। এদের মধ্যে পরবর্তীতে ৩৩১ জন শিক্ষার্থী লোন গ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩২২ জন শিক্ষার্থীর সফট লোনের আবেদন মঞ্জুর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

Recent Comments