Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ছাত্রীদের শ্লীলতাহানি, অফিস সহকারী আটক

ছাত্রীদের শ্লীলতাহানি, অফিস সহকারী আটক

দখিনের সময় ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১ আগস্ট) বিকেলে ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর হোসেন বিদ্যালয়টির অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি এলাকায়।

জানা গেছে, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিচার চেয়ে অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে ভারাহুত শিরট্টি উচ্চ বিদ্যালয়ে যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে পুলিশ আটক করে।

বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন মাঝে মাঝে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে ক্লাস নিতেন। তিনি সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির একাধিক ছাত্রীকে শ্লীলতাহানি ও ইভটিজিং করে আসছিলেন। বিষয়টি ছাত্রীদের অভিভাবকরা জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষিকা, এডহক কমিটি ও প্রশাসনকে অবগত করেন।

ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এরশাদুল হক ঢাকা পোস্টকে বলেন, ঘটনার বিষয়ে ছাত্রীরা ও অভিভাবকরা গত ৩০ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ও আমাকে জানায়। বিষয়টি ইউএনও, মাধ্যমিক শিক্ষা অফিসার, থানা-পুলিশকেও জানায়। পুলিশ আজ বিদ্যালয়ে এসে ঘটনার সত্যতা পেয়ে জাহাঙ্গীরকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments