Home শীর্ষ খবর আশার বানী শোনালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী: ভোট চাইলেন সৎ লোকের জন্য

আশার বানী শোনালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী: ভোট চাইলেন সৎ লোকের জন্য

জুবায়ের আর মামুন ॥

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম উন্নয়নের আশার বাণী শুনিয়েছেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ লোকের পক্ষে ভোট চেয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইউপি নির্বাচনে সৎ ও দক্ষ লোককে ভোট দিলে আমার হাত শক্তিশালী হবে। এর ফলে প্রকারন্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার স্কুল মাঠে বিশাল সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন ক্লিন ইমেজের প্রতিমন্ত্রী কর্নেল(অব:) জাহিদ ফারুক শামীম। শীতবস্ত্র বিতরনের জন্য এ সমাবেশের আয়োজন করা হলেও পর্যবেক্ষক মহল একে রাজনৈতিক শো ডাউন হিসেবেই দেখছেন। উল্লেখ্য, শুরু থেকেই কর্নেল শামীম ক্লিন ধারার রাজনীতি অনুসরণ করে আসছেন। এই ধারার সঙ্গে তিনি গতকাল শনিবার প্রচলিত জনপ্রিয় ধারা সংযুক্ত করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

পপুলার স্কুল মাঠে স্কুল কমিটির সভাপতি আওয়ামী লীগের কঠিন সময়ের সৈনিক আনিছুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহবুরর রহমান মধু, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মিজানুর রহমান জাকির চৌধুরী, বিমানবন্দর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা জাহিদ বিন আলম প্রমুখ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম ২০০৮ সালের সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তাঁর পরজয়ের কথা উল্লেখ করে বলেন, জনগন তাকে গত নির্বাচনে নির্বাচিত করেছেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, বর্ষাকালে নদী ভাঙ্গনে মানুষের দুর্দশার সীমা থাকে না।

এ সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। মাননীয় প্রধানমন্ত্রী রাতদিন কাজ করে বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে সমান গতিতে এগিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম তার বক্তৃতায় আরো বলেন, গত বিশ বছরে বরিশাল সদর উপজেলায় কোন উন্নয়ন হয়নি। ৬৪টি রাস্তা প্রক্রিয়াধীন থাকার কথা জানিয়ে সদর উপজেলা বিশেষ করে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবার আশার বাণী শোনালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।

 

মিছিলে মিছিলে মুখরিত কড়াপুর

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীমের সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা রায়পাশা-কড়াপুর ইউনিয়ন। পাশাপাশি মন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার তোড়নে সজ্জিত করা হয় বিভিন্ন এলাকা।
গতকাল দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে একাধিক মিছিল আসতে থাকে।

নির্ধারিত সময়ের আগেই স্কুলের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ বিকেলে আসে বিশাল দুটি মিছিল। পূর্বদিক থেকে ইউনিয়ন পরিষদ কমেপ্লেক্স থেকে চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের নেতৃত্বে আসে একটি বিশাল মিছিল। প্রায় একই সময় মিজানুর রহমান জাকির চৌধুরীর নেতৃত্বে প্রায় দুই কিলোমিটার লম্বা একটি মিছিল আসে বৌসের হাট এলাকা থেকে। এছাড়া অসংখ্য ছোট ছোট মিছিল এসে মিলিত হয় সমাবেশে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments