Home বিশেষ প্রতিবেদন বিএনপি আন্দোলন মোকাবিলার নানান কৌশল  আওযামী লীগের, ঐক্যবদ্ধভাবে এগোনোর পরিকল্পনা

বিএনপি আন্দোলন মোকাবিলার নানান কৌশল  আওযামী লীগের, ঐক্যবদ্ধভাবে এগোনোর পরিকল্পনা

বিশেষ প্রতিনিধি:

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আন্দোলন মোকাবিলায় নানান কৌশনের পথে হাটছে ক্ষতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। এই পরিকল্পনার সঙ্গে ১৪ দলের অন্তর্ভুক্ত শরিক দলগুলোও বলে জানা গেছে।

সূত্র বলছেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলা ও প্রস্তুতি সব সময় থাকে আওয়ামী লীগ তথা চৌদ্দ দলের। এ কারণে বিশেষ সময়ের জন্য বাড়তি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। বিএনপিসহ ‘ছোটখাটো’ দলগুলো যে আন্দোলনের ডাক দিচ্ছে একে খুব একটা গুরুত্ব দিচ্ছে না প্রকাশ্যে এমন বক্তব্য দিলেও এ গলগুলোর দিকেও নজরে রাখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেন, আওয়ামী লীগের জেলা-উপজেলায় সম্মেলন চলছে। চৌদ্দ দলেরও কর্মসূচি চলছে। সম্প্রতি নড়াইলে একটা কর্মসূচি করে এলাম। সিলেটেও কর্মসূচি ছিল; কিন্তু বন্যার কারণে স্থগিত হলো। সামনে আরও পরিকল্পনা আছে। নির্বাচনের জন্য বাড়তি কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি। জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখছে। জনগণ বাকি সিদ্ধান্ত নেবে। আগামী নির্বাচনে ১৪ দলের শরিকরা আওয়ামী লীগের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কিনা জানতে চাইলে আমির হোসেন আমু বলেন, আগামী নির্বাচনে চৌদ্দ দলের সবাই থাকবে। এবং সে লক্ষ্যেই আমরা কর্মসূচি পালন করছি।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি আমাদের সময়কে বলেন, বিএনপি আমাদের অপজিশনে আছে, তারা সরকারকে বহাল রাখার কথা তো বলবে না। তারা সরকারকে তো হটানোর কথা বলবেই। বাস্তবতা হচ্ছে, এগুলো বলতে গিয়ে তারা মাঝামাঝি কিছু ভাবে না। সব সময় নৈরাজ্য ইত্যাদি সৃষ্টি করে চলাই তাদের অভ্যাস। এসব বিষয় মোকাবিলায় আওয়ামী লীগের প্রস্তুতি আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় সব অবস্থার জন্য প্রস্তুত থাকে। দেখি না আন্দোলন করে কতদূর যায়।

মতিয়া চৌধুরী বলেন, যারা অফিসের বাইরে এসে কিছু করার যোগ্যতা রাখে না। তাদের বিষয়ে লম্বা কথা বলে লাভ কী। এক্ষেত্রে মোকাবিলা শব্দটা বেশি ভারি হয়ে গেল না তাদের জন্য? যখন কোনো একটা বিষয় চূড়ান্ত পর্যায়ে যায়, তখন ভারি ভারি বিশেষণ দেওয়ার প্রশ্ন ওঠে। এখনই এসব বিশেষণের প্রয়োজন নেই। তারা তাদের মতো করে চলুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

Recent Comments