Home শীর্ষ খবর মোল্লার দোকান এলাকায় রহস্যজনক আগুন

মোল্লার দোকান এলাকায় রহস্যজনক আগুন

জুবায়ের আল মামুন ॥

বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ধর্মাদী গ্রামের মোল্লার দোকান এলাকায় রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এর মধ্যে একটি ক্লাবও রয়েছে। এটি বিট পুলিশিং-এর অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। এই ক্লাবের জমি নিয়ে বিরোধ আছে বলে জানাগেছে।

অগ্নিকান্ডে কাঠ ও টিনের তৈরী চারটি দোকান ও মালামাল সম্পূর্ণ ভষ্মিভূত হয়েগেছে। তবে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখানো কোন স্পষ্ট ধারনা পাওয়া যায়নি। তবে বিষয়টিকে রহস্যজনক বলে আখ্যায়িত করেছেন অনেকে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে দুটিতে খোলা পেট্রোল বিক্রি করা হতো। একটিতে বিক্রি করা হতো গ্যাসের সিলিন্ডার। অগ্নিকান্ডে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
গতকাল রবিবার ফজরের আজানের সময় একটি দোকানে আগুন জ্বলতে দেখেন জনৈক অটোচালক। তার কাছে খবর পেয়ে আগুন লাগার বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা করা হলে এলাবাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর দুটি দুটি টীমের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়। সূত্রমতে সড়কের বেহাল দশার কারণে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌছালে বেশ বিলম্ব হয়েছে। ঝুঁকি নিয়ে এলাকাবাসী এগিয়ে না আসলে অগ্নিকান্ডে আরো ক্ষয়ক্ষতি হবার আশংকা ছিলো।

অগ্নিকান্ডের খবর পেয়ে জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, কৃষক লীগের বরিশাল জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও এলাকার কৃতি সন্তান মো: আনসার হাওলাদার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নূরুল আমিন, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান জাকির চৌধুরী, ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম হাওলাদার, ৫নং ওয়ার্ডের মেম্বার মো: বক্কর মল্লিক, দৈনিক দখিনের সময়-এর প্রধান সম্পাদক ও এলাকার বিশিষ্ট সন্তান আলম রায়হান প্রমুখ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেরকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নূরুল আমিন। এদিকে ঢাকায় অবস্থান করার কারণে টেলিফোনে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সর্দার।
আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ইউনিয়নের দায়িত্বে থাকা বিমানবন্দর থানার এসআই মো: সাইদুল হক এলাকার লোকজনের বক্তব্য রেকর্ড করেছেন। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে এসআই সাইদুল হক বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments