Home শীর্ষ খবর ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দখিনের সময় ডেস্ক:

ময়মনসিংহে ধর্ষণের মামলায় মো. সাদ্দাম হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার(২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারির আদেশ দেন।

অভিযুক্ত সাদ্দাম গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত। ২০১৫ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলাকে তদন্তের নির্দেশ দেন। পরে তাদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন আদালত। চলতি বছরের ২৩ জুন আদালতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কনস্টেবল সাদ্দাম বিয়ের প্রলোভন এবং খুন-জখমের ভয় দেখিয়ে প্রতিবেশী তরুণীকে (২১) একাধিকবার ধর্ষণ করেন। কিন্তু পরবর্তীতে সাদ্দামকে বিয়ের কথা বলা হলে তিনি এড়িয়ে যান। যোগাযোগও বন্ধ করে দেন। পরে তরুণী বিষয়টি তার পরিবারকে জানায়। প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু তাতেও সুরাহা না হওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments