• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে: জি এম কাদের

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২২, ১৯:৪২ অপরাহ্ণ
রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে: জি এম কাদের

জি এম কাদেরের সঙ্গে আলাপরত দৈনিক দখিনের সময় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন...

আলম রায়হান:

জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।  এ কথা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের।

আজ শুক্রবার(২ সেপ্টেম্বর) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে দৈনিক দখিনের সময়-এর সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা জিএম কাদের।  তিনি বলেন, কখনো কখনো বেগম রওশন এরশাদকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছেন যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে।

জি এম কাদের বলেন, বেগম রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন।  কিন্তু তার নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে মন্তব্য করেন জি এম কাদের।