Home শীর্ষ খবর ১৬ বছর পর এলাকায় গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হলেন সাবেক এমপি নুরুল...

১৬ বছর পর এলাকায় গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি

দখিনের সময় ডেস্ক:

১৬ বছর পর নির্বাচনী এলাকায় গিয়ে হামলার শিকার হয়েছেন বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম মনি। আজ রোববার(৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটার সিএমবি নামক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

উপজেলা বিএনপি আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশ নিতে সাবেক এমপি নুরুল ইসলাম মনি আজ পাথরঘাটা আসছিলেন। তিনি পাথরঘাটার সিএমবি এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় বেশকিছু মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, আমরা বিএনপির ওপর কোনো হামলা করিনি। তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তা প্রতিহত করেছি। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ছাত্রলীগ নেতারা উপজেলার রায়হানপুর এলাকায় বিক্ষোভ সমাবেশের দাওয়াত দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে আমাদের ৮ কর্মী আহত হয়েছে।

পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার বলেন, দেশের দুটি বৃহত্তর দল একই দিন সমাবেশের ডাক দিয়েছে। দুটি দল আমাদের কাছে অনুমতি চেয়েছে। এখন পর্যন্ত আমরা অনুমতি দেইনি। তারপরও নির্দেশনা অমান্য করে কোনো দল সমাবেশ করলে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments