Home নির্বাচিত খবর অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে মায়ের ২১ প্রশ্ন এবং পিবিআইয়ের

অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে মায়ের ২১ প্রশ্ন এবং পিবিআইয়ের

 দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশের সিনেমার অমর নায়ক সালমান শাহর রহস্যঘেরা মৃত্যু নিয়ে মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কাছে ২১টি প্রশ্ন রেখেছেন তার মা নীলা চৌধুরী। নীলা চৌধুরীর প্রশ্ন ও পিবিআইয়ের জবাব নিম্নে দেয়া হলো-

নীলা চৌধুরী: ডিবি ডিসি বলেছেন– এই মৃত্যু নিয়ে তার সন্দেহ আছে।

পিবিআই: ডিসি বলেছেন– আমি এমন ফালতু কথা কেন বলব? আমি নিশ্চিত হয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছি।

নীলা চৌধুরী: যদি পুলিশি মামলা হয়, তবে বাসার লোক পুলিশকে কল করেনি কেন?

পিবিআই: এটি নিয়ে সবাইকে প্রশ্ন করা হয়েছে। তারা বলেছেন– আমরা দিশেহারা এবং কিংকর্তব্যবিমূঢ় ছিলাম। আমাদের মনে হয়েছে সালমান বেঁচে আছে। এ জন্য পুলিশকে বলিনি।

নীলা চৌধুরী: সালমানের সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর সময়ের কথা বলা হয়নি কেন?

পিবিআই: যারা সুরতহাল প্রতিবেদন করেছেন, তারা বলেছেন– মৃত্যুর সময় সকাল ৭টা থেকে ১০টা।

নীলা চৌধুরী: সব সাজানো নাটক। মরদেহের সুরতহাল রিপোর্ট মিথ্যা, সেখানে কোনো দাগটাগের কথা ছিল না।

পিবিআই: সুরতহাল প্রতিবেদনে নীলা চৌধুরীর স্বামী, তার ছেলে ও বাদল খন্দকার স্বাক্ষর করেছিলেন।

নীলা চৌধুরী: হলি ফ্যামিলি হাসপাতাল কীভাবে বুঝল সালমান আত্মহত্যা করেছে?

পিবিআই: চিকিৎসকরা বলেছেন– পরীক্ষা-নিরীক্ষা করেই তারা নিশ্চিত হয়েছেন। যেহেতু পুলিশ কেস, সুতরাং ঢাকা মেডিকেলে যেতে হবে এখানে লাশ রাখার কোনো সুযোগ নেই।

নীলা চৌধুরী: পোস্টমর্টেমের আগে ইসিজি করতে হয়, সেটি করা হয়নি, ডেথ সার্টিফিকেট নিতে হয়, সেটিও নেয়া হয়নি কেন?

পিবিআই: এ বিষয়ে ঢাকা মেডিকেল বলেছে– ইসিজি করা ছাড়া ডেথ ডিক্লেয়ার করার সুযোগ নেই। এটি একটি রেগুলার প্রসেস, এটি পোস্টমর্টেমে থাকে না। সালমান শাহর ব্যাপারে দফায় দফায় এটি করা হয়েছে। পিবিআই ডেথ সার্টিফিকেটটি সংগ্রহ করেছে।

নীলা চৌধুরী: ময়নাতদন্তকারী ডোম রমেশের বরাত দিয়ে বলছেন, রমেশ যখন বলে– সালমান ভাই আত্মহত্যা করেনি, তখন ডাক্তাররা তাকে বলছে¬ চুপ কর, কাজ শেষ কর।

পিবিআই: রমেশ ১৬৪ ধারায় করা জবানবন্দিতে জানিয়েছেন, তিনি এসব বলেননি।

নীলা চৌধুরী: পোস্টমর্টেম হলো মিথ্যা, পোস্টমর্টেম হলে বুক কাটা থাকে, মাথা কাটা থাকে। কাটার দাগ নেই কোনো?

পিবিআই: ডাক্তার তেজেন্দ্র বলেছেন– যেহেতু তিনি সেলিব্রেটি, দেশসেরা নায়ক বিভিন্ন জায়গায় জানাজা হবে, অনেকেই দেখতে আসবে; এ জন্য তিনি কসমেটিক সার্জারি করেছেন। যে কারণে দাগটি বোঝার কোনো কারণ নেই।

নীলা চৌধুরী: সালমানের চিঠিটা কোত্থেকে এলো (মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুট), কীভাবে এলো। এটি সামিরা নিজে লিখেছে।

পিবিআই: অনুসন্ধানে উঠে এসেছে, এটি ওই বাসায় কাজ করা আবুল ও মনোয়ারা পায়। সালমানের প্যান্ট চেঞ্জ করার সময়। এটি এসআই মাহবুব জব্দ করেছে সামিরার কাছ থেকে।

নীলা চৌধুরী: ঘটনার পর সামিরা, তার বাবা ও মা কেন সালমান শাহর লাশের সঙ্গে সিলেটে যায়নি।

পিবিআই: সামিরা জানিয়েছে, তার শ্বশুর তাকে বলেছে– তুমি গেলে তোমাকে মারধর করবে। তুমি যেও না। এই কারণে ভয়ে তার মা-বাবা অপমান হতে পারে ভেবে লাশের সঙ্গে তারা যাননি।

নীলা চৌধুরী: ভিকিকে (রুবির ছেলে) দিয়ে সব আলামত সরিয়ে ফেলেছে সামিরা।

পিবিআই: ভিকিকে দিয়ে সালমানের মা ও রুবি দরজা খুলে মালামাল নিয়ে যেতেন।

নীলা চৌধুরী: রাতে ফোনটা শাবনূরের ছিল না অন্য কেউ করেছিল। সামিরা সেটি জানত বলেই ফোনটি ভেঙে ফেলেছে। ফ্যানটিও আজিজ মোহাম্মদ ভাই ভেঙেছে। ফ্যানের তার দিয়ে পেঁচিয়ে সালমানকে খুন করা হয়েছে।

পিবিআই: সামিরা বলেছে– ফোনটি শাবনূর করেছে। আমরা ধরে নিয়েছি সামিরা সত্য বলেছে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ফোন ও ফ্যান ভাঙা আবুল (বাসার কাজের লোক) দেখেছে। আবুল পিবিআইকে বলেছে তার সামনে ভেঙেছে।

নীলা চৌধুরী: সকালে সালমানকে বাবার সঙ্গে দেখা করতে দেয়নি সামিরা।

পিবিআই: বাবা চলে যাওয়ার পর সালমান ঘুম থেকে উঠেছে। ইন্টারকমে কথাও বলেছে। এটি মালি দেখেছে, মনোয়ারা দেখেছে। আরও অনেকেই দেখেছে।

নীলা চৌধুরী: অক্ষত সেই ফ্যানটা আলামতে ছিল না কেন?

পিবিআই: কেন নেয়নি তা আমাদের জানা নেই। আমরা ফ্যানটি আলামতে নিয়ে নিছি।

নীলা চৌধুরী: পরিচালকরা শেষে গিয়ে কয়েকটি সিনেমায় তাকে (সালমান) দিয়ে আত্মহত্যার সিনেমা দেখাত। এটির কারণেই এমন হয়েছে। সেই সময় এটার যুগ ছিল।

পিবিআই: এ বিষয়ে কারও সাক্ষ্য আনা হয়নি। তারাই জানেন কেন দেখিয়েছে?

নীলা চৌধুরী: সালমানের বন্ধু সামিরাকে বিয়ে করায় প্রমাণ করে যে, সে পরকীয়ায় আসক্ত ছিল।

পিবিআই: এর কোনো প্রমাণ আমরা জোগাড় করতে পারিনি। কেউই স্বীকারও করেনি। সবাই বলেছে পারিবারিকভাবে বিয়ে।

নীলা চৌধুরী: ময়নাতদন্ত রিপোর্ট ফাইলে নেই।

পিবিআই: ময়নাতদন্ত রিপোর্ট খুঁজে পেয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

জিমেইলে আসছে নতুন এআই ফিচার

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জিমেইল। এটি ছাড়া স্মার্টফোনে কাজ করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া কর্পোরেট জগতে জিমেইল ছাড়া চলা...

গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে এই খাবারগুলো খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: গরমকাল এলেই ব্রণের সমস্যা জেঁকে বসে। মূলত দেহে পানির অভাব, ঘাম, দূষণ আর তৈলাক্ত ত্বকের কারণে এ সমস্যা বাড়ে। এছাড়া বয়স, হরমোনের...

Recent Comments