Home শীর্ষ খবর বাংলা গদ্যে ও কাব্যে নতুনদিনের ভাষাভঙ্গি এনেছেন সুনীল গঙ্গোপাধ্যায়

বাংলা গদ্যে ও কাব্যে নতুনদিনের ভাষাভঙ্গি এনেছেন সুনীল গঙ্গোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক:

বাঙালি অনেকদিন ধরেই অনেক কিছুই হারাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বাঙালি সাহিত্যক্ষেত্রে অন্তত এমন এক ‘ফিগার’কে পেয়েছিল। যাঁকে ঘিরে বাঙালির হতাশাপূর্ণ আধা-অন্ধকার জীবনে একটা ক্ষণিক ‘হ্যালো’ তৈরি হয়ে উঠেছিল। শুধু লিখে এমন একটা জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন যা রীতিমতো ঈর্ষণীয়। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন।

১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বরে সুনীলের জন্ম বাংলাদেশের মাদারীপুরে।  তাঁর বেড়ে ওঠা উত্তর কলকাতায়। দুরন্ত সুনীলকে ঘরে আটকে রাখার জন্য টেনিসনের কবিতা বাংলায় অনুবাদ করার কাজ দিয়েছিলেন বাবা । সেই থেকে সুনীলের কবিতা-প্রীতির সূচনা।

১৯৫৩ সাল থেকে সুনীল ‘কৃত্তিবাস’ নামে একটি কবিতা-পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’ প্রকাশিত হয়। ১৯৬৬ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সুনীলের উল্লেখযোগ্য কয়েকটি রচনা– ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভু’, ‘অর্ধেক জীবন’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘প্রথম আলো’, ‘সেই সময়’, ‘পূর্ব পশ্চিম’, ‘ভানু ও রাণু’, ‘মনের মানুষ’ ইত্যাদি।

সুনীল ‘নীললোহিত’ নামে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন। এটি এক হিসেবে তাঁর ছদ্মনামও। নীললোহিতের মাধ্যমে সুনীল নিজের এক পৃথক সত্তাও তৈরি করতে সক্ষম হয়েছেন। নীললোহিতের কাহিনিগুলিতে নীললোহিত নিজেই আত্মকথার ভঙ্গিতে বলে চলে।

১৯৮৫ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হন সুনীল। ২০০২ সালে সুনীল কলকাতার শেরিফ নির্বাচিত হয়েছিলেন।  বিশ শতকের শেষভাগের প্রথিতযশা এই সাহিত্যিক মৃত্যুর পূর্ববর্তী চার দশক ধরে বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, ভ্রমণকাহিনীর স্রষ্টা, প্রবন্ধ-রচয়িতা আবার সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments