Home আন্তর্জাতিক যেসব সুবিধা পাবেন রাজা চার্লস

যেসব সুবিধা পাবেন রাজা চার্লস

দখিনের সময় ডেস্ক:

দীর্ঘ ৭০ বছর পরে এই প্রথম ব্রিটেনের সিংহাসনে বসেছেন নতুন রাজা। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তার বড় ছেলে প্রিন্স চার্লস হয়েছেন ব্রিটেনের পরবর্তী রাজা। আজ শনিবার(১০ সেপোটম্বর) তার রাজা হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস নামে।

রীতি অনুযায়ী রানির মৃত্যুর সঙ্গে সঙ্গেই সিংহাসনে আসীন হয়েছেন তার পুত্র ও উত্তরাধিকারী চার্লস। যিনি এতদিন ছিলেন প্রিন্স অব ওয়েলস। রাজা চার্লস এখন ৫৬টি স্বাধীন রাষ্ট্র ও ২৪০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান হয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্যসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা। এ দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারমুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং ট্যুভালু।

গাড়ি চালানোর জন্য কোনো লাইসেন্স লাগবে না রাজা তৃতীয় চার্লসের। বিদেশ সফরে গেলেও তার পাসপোর্টের প্রয়োজন হবে না। দেশটির নিয়ম অনুসারে, রাজাই দেশের সবাইকে রাজা চার্লস যেসব লাইসেন্স এবং পাসপোর্ট দেন। রাজা হিসেবে বছরে দুদিন নিজের জন্মদিন পালন করতে পারবেন চার্লস। প্রথা অনুযায়ী, জন্মতারিখে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করবেন রাজা। তারপরে জুন মাসের দ্বিতীয় মঙ্গলবার সর্বসমক্ষে ফের রাজার জন্মদিন পালন করা হবে। এই দিনে ১ হাজার ৪০০ সেনা, ২০০টি ঘোড়া এবং ৪০০ জন সংগীতশিল্পী সবাই মিলে রাজার উদ্দেশে বিশেষ শোভাযাত্রা করবেন। ব্রিটেনের ডলফিন, হাঁসসহ অন্যান্য জলচর প্রাণীদের ওপরেও শাসনের অধিকার থাকবে রাজার। যে সংস্থাগুলো তার প্রয়োজনীয় জিনিসপত্র জোগান দেবে, তাদের বিশেষ ওয়ারেন্ট দেবেন প্রিন্স চার্লস। রাজাকে নিয়ে কবিতা লেখার জন্য পোয়েট লরিয়েট থাকবেন। ১০ বছর অন্তর রাজকবি বদল করা হয়।

মাত্র কিছুদিন আগেই ব্রিটেনের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাদের সবার রানির নামে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু রানির মৃত্যুর পর শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এখন রাজা তৃতীয় চার্লসের নামে শপথ নেবেন লিজ ট্রাসের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তবে রাজা হওয়ার কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু আইন প্রণয়ন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক বৈঠকসহ সবকিছুই করতে হবে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments