Home শীর্ষ খবর জি এম কাদেরকে ‘অনিয়ন্ত্রিত বক্তব্য’ থেকে বিরত থাকার আহ্বান রওশন এরশাদের

জি এম কাদেরকে ‘অনিয়ন্ত্রিত বক্তব্য’ থেকে বিরত থাকার আহ্বান রওশন এরশাদের

দখিনের সময় ডেস্ক:

দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ শনিবার(১৭ সেপ্টেম্বর) গুলশানে জাপার দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির ভাষণে এ কথা বলেন রওশন এরশাদ।

এ সময় রওশন এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নের্তৃবৃন্দকে ফায়ার করবেন, এমন হুমকি দেন। যা শিষ্টাচার বর্হিভূত। পার্টির চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদপ্রেমী নেতাকর্মীকে আহত করে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন বলেন, ২৬ নভেম্বর আহুত পার্টির জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে এরশাদ পাগল নেতাকর্মীরা অংশ নিয়ে পল্লীবন্ধুর রেখে যাওয়া জাতীয় পার্টির আদর্শে উদ্ভাসিত হয়ে গণমানুষের বিরজমান সমস্যাগুলো উপস্থাপন করবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের ভ্যানগার্ড। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।  কারও উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রমের আহ্বান জানান জাপার প্রধান পৃষ্ঠপোষক।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সাবেক এমপি নরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

আগামী ২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি উপ-কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments