Home শীর্ষ খবর সাংবাদিকদের এড়াতে দৌড়ে গাড়িতে ওঠলেন মিয়ানমারের রাষ্ট্রদূত

সাংবাদিকদের এড়াতে দৌড়ে গাড়িতে ওঠলেন মিয়ানমারের রাষ্ট্রদূত

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে নিজ গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত উং অং কিয়াউ। আজ রোববার( ১৮সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটে।

আজ বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কেসহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মহাপরিচালক নামজুল হুদা রাষ্ট্রদূত‌কে তলব ক‌রেন। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি দৌড়ে গাড়িতে ওঠেন।

সূত্র জানায়, রাষ্ট্রদূতকে তলব করে মর্টার শেলের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলে জানানো হয়। এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামের একজনের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের আরও পাঁচজন।

এর আগেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল পড়ার ঘটনায় তাকে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে। গত ২১ আগস্ট, ২৯ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিন দফায় তাকে তলব তীব্র প্রতিবাদ ও কড়া নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২০ আগস্ট বাংলাদেশে সীমান্তে প্রথম যখন মিয়ানমারের মর্টারশেল পাওয়া যায় তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রে জানানো হয় বাংলাদেশ কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না, এ ধরনের ঘটনা যেন আর না হয়। তখন মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা খুবই দুর্ভাগ্যবশত পড়েছে এবং এটি অনিচ্ছাকৃত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments