Home শীর্ষ খবর মিয়ানমার সীমান্তে এখনই সেনা মোতায়েন নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমার সীমান্তে এখনই সেনা মোতায়েন নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

দখিনের সময় ডেস্ক:

মিয়ানমার সীমান্ত দিয়ে একজন রোহিঙ্গাও যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনই সীমান্তে সেনা মোতায়েন করা হচ্ছে না।  এদিকে মিয়ানমার বলছে, বাংলাদেশ সীমান্তে মর্টার শেল বিস্ফোরণ দুর্ঘটনামাত্র, যা আরকান আর্মির কাজ বলে দাবি করেছে মিয়ানমার।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিয়ানমারের রাষ্ট্রদূতসহ দুই সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হন। গেলো এক মাসে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করেছে ঢাকা। তাকে ডেকে বাংলাদেশ জানতে চেয়েছে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে করেছে, নাকি দুর্ঘটনা?

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার সাথে আধা ঘণ্টা বৈঠক করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।  এই বৈঠক থেকে বেরিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত গণমাধ্যমের সামনে কোন কথাই বলেননি। তবে বৈঠকে ঢাকাকে জানিয়েছেন, সীমান্তে গোলাবর্ষণের হতাহতের ঘটনা দুর্ঘটনা মাত্র।

এদিকে, সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে করনীয় ঠিক করতে বৈঠক করে স্বরাষ্ট্র-পররাষ্ট্রসহ সরকারের সব গোয়েন্দা এজেন্সি এবং বিজিবি প্রতিনিধি।  দুই ঘণ্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ ছুটে আসার সঠিক কারণ জানা নেই। তবে দুদেশের পতাকা বৈঠকে এ বিষয়ে জানা যাবে। তিনি জানান, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের হামলার বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। আর এ বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানোর বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

তবে মিয়ানমার থেকে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলছেন, বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ। তবে তা যেন কোন ভাবেই আমাদের ঘাড়ে না আসে সেই সতর্কতাই দেয়া হচ্ছে। খুরশেদ আলম জানান, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ লিপি দিয়েছি। সীমান্তে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর পুনরাবৃত্তি না হয়, সেজন্য তাদের ডেকে সতর্ক করেছি। তিনি বলেন, মিয়ানমারে কী হচ্ছে, সেটা দেখা আমাদের দায়িত্ব না।  সেটা দেখার দায়িত্ব তাদের। মিয়ানমারের গোলা আমাদের এখানে যেন না পড়ে, সেটা বলা হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে খুরশেদ আলম বলেন, আমরা তাদের বলেছি, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন, যাতে আমাদের এখানে কোনো রক্তারক্তি না হয়। তিনি বলেন, আমরা সব এজেন্সির সঙ্গে সভাও করেছি। বিজিবি ও কোস্টগার্ডকে সজাগ থাকতে নির্দেশনা দিয়েছি। কোনো রোহিঙ্গা যেন দেশে না ঢোকে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘শেখ হাসিনাকে ভারত ট্রাভেল পাশ দিলে ঠেকানোর উপায় নেই’

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল পাশ দেওয়া নিয়ে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দিলে ঠেকানোর...

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে আগুন

দখিনের সময় ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে...

নেতা-কর্মী সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি, হাজারের বেশি ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ

দখিনের সময় ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগের বিদায়ের পর দেশজুড়ে দলীয় নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি এবং গত দুই মাসে দলের শৃঙ্খলা ভঙ্গের...

ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

দখিনের সময় ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক সরদার (২৬) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার(১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের...

Recent Comments