Home শীর্ষ খবর নতুন করে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে নতুন করে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা আছে তাদের নিয়েই আমরা জটিলতার মধ্যে আছি। তাই নতুন করে কোনো রোহিঙ্গা নাগরিকদের প্রবেশ করতে দেব না।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে তাদের গুলি আমাদের সীমান্তের কাছাকাছি পড়েছে এবং দুয়েকটা ভেতরেও এসে পৌঁছেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। আমরা এখনো সঠিকভাবে জানি না, কার সঙ্গে তাদের গোলাগুলি চলছে। তবে আমরা যতটুকু জানি, আরাকান আর্মির সঙ্গে তাদের বিরোধ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোলাগুলির বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এতেও যদি কাজ না হয়, তাহলে জাতিসংঘের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরব। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ মীমাংসা চাই। শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে এক রোহিঙ্গা কিশোর আহত হয়। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাকান বাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি চলছে। এ ঘটনায় ব্যবহৃত মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments