Home শীর্ষ খবর মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনের ঘর বরাদ্দে অনিয়ম, ইউএনও’র বিরুদ্ধে শাস্তির সুপারিশ

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনের ঘর বরাদ্দে অনিয়ম, ইউএনও’র বিরুদ্ধে শাস্তির সুপারিশ

দখিনের সময় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর সামর্থ্যবানদের বরাদ্দ দেওয়ার ঘটনায় সত্যতা পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ টনায় ইউএনও’র বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এ সুপারিশ করেন। উল্লেখ্য, হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বর্তমানে কানাডায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে নিয়োজিত রয়েছেন  ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের ঘর দেওয়ার বিষয় গত ২৩ জুন গণমাধ্যমে ‘আশ্রয়ণ ঘরে এসি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সরেজমিনে তদন্তের পিরোজপুর জেলা প্রশাসক তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় ভুমিহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে গৃহ প্রদান নীতিমালার বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ‘আশ্রয়ণ ঘরে এসি’ লাগানো ইকবাল সেপাই ‘ক’ শ্রেণীভুক্ত প্রকৃত ভূমিহীন নন মর্মে প্রতীয়মান হয়।

ইকবালের ঘরটি অনুমোদিত নকশা ও প্রাক্কলনের ব্যত্যয় ঘটিয়ে নিজেই নিজের ইচ্ছা মতো নির্মাণ করেছেন। যা সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়নি। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার তার ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছেন মর্মে পিরোজপুর জেলা প্রশাসকের তদন্ত কমিটি উল্লেখ করেন।

বিভাগীয় কমিশনারের শাস্তি সুপারিশের বিষয় স্বীকার করে বর্তমানে ঢাকায় প্রশিক্ষণের জন্য অবস্থানরত সাবেক ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, স্থানীয় সংসদ সদস্যের পাঠানো আধা সরকারি পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া ভুমিহীন সনদপত্র, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সর্বসম্মতভাবে নেওয়া সিদ্ধান্ত অনুসারে ইকবালের ঘর নির্মাণ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments