Home শীর্ষ খবর ডিসেম্বর নাগাদ প্রশাসনের শীর্ষ পদে আসছে গুরুত্বপূর্ণ রদবদল

ডিসেম্বর নাগাদ প্রশাসনের শীর্ষ পদে আসছে গুরুত্বপূর্ণ রদবদল

আলম রায়হান:

ডিসেম্বর নাগাদ প্রশাসনের উচ্চ স্থরে ‍গুরুত্বপূর্ণ রদবল হবে। এর প্রধান কারণে হচ্ছে কয়েকজন সচিবেব অবসরে যাওয়া। সঙ্গে রয়েছে আগামী সংসদ নির্বাচন বিবেচনা। উল্লেখ্য,  ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা বিবেচনা এ  নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণ মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বরে। গুরুত্বপূর্ণ এ পদগুলোতে কারা আসতে যাচ্ছেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, জনপ্রশাসন সচিবের পদ নিয়ে রয়েছে আলোচনা।

বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর। এরপর এ পদে কে আসছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।  এ পদের জন্য  কয়েকজনের নাম আলোচনায় আছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের নাম শোনা যাচ্ছে।  এ পদের জন্য অন্য কয়েকজনের নাম আলোচনায় আছে। তবে বরিশালে ইউএনও  কম্পাউন্ডে ১৮ আস্ট রাতের ঘটনাকে করে কবির বিন আনোয়ারের ভূমিকা তার উত্তরণ অনিশ্চিত হয়ে গেছে বলে ধারনা করছেন কেউ কেউ।  এর সঙ্গে যুক্ত হয়ে আছে ফেইসবুকে তার এক পোস্ট।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর ‘গুড বুকে’ আছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের ক্ষেত্রে সততার পরিচয় দিয়ে আসছেন তিনি। এ  জন্য এ পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন খন্দকার আনোয়ারুল। কিন্তু অপর একটি সূত্র বলছে,  চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকার অন্যরকম ভাবছে।  উদাহরণ হচ্ছেন ড. বেনজির আহমেদ। রুটিন অনুসারে অবসরে যাওার কারণে আইজি পদে রদবদল হয়েছে। যদিও অনেকেরই ধারণা ছিলো, চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন ড. বেনজির। কিন্তু তা হয়নি। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলেও ধারণা করা  হচ্ছে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ের শীর্ষ নীতি-ব্যবস্থাপনা বিভাগ, যা প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করে। আর মন্ত্রিপরিষদ সচিব এ বিভাগের আনুষ্ঠানিক প্রধান। মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসনের শীর্ষতম পদও। এদিকে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ আছে।  উল্লেখ্য, মুখ্য সচিব, জ্যেষ্ঠ সচিব ও সচিব মর্যাদার ৮৫ কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ১২ জন আছেন চুক্তিভিত্তিক নিয়োগে ।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন আহমদ কায়কাউস। আগামী ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ পদে কে আসছেন, তা নিয়েও আলোচনা চলছে।  এ পদের ন্য আলোচনায় আছে জন্যপ্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব হোসেন , পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল আহসান। ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের সচিবের পদটিও অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে এ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করছেন আলী আজম। আগামী ২ নভেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে। ফলে এ পদে কে আসছেন, সেটি নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা সিনিয়র সচিব আমিনুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী আলোচনায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

Recent Comments