Home বরিশাল সোনারগাঁও টেক্সটাইলে ইউনিয়নের কার্যক্রম বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ

সোনারগাঁও টেক্সটাইলে ইউনিয়নের কার্যক্রম বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক:

সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ সময় ২০১৮ সালের বেতনস্কেল এবং ৮ ঘন্টা কর্মঘণ্টা চালুও দাবি জানানো হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী  ইউনিয়নের সভাপতি মোঃ বেল্লাল গাজী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকুমণি, সাকিব, মাসুম গাজী প্রমুখ।

বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে ন্যুনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতনস্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। মালিকপক্ষ শ্রমিকদের ইউনিয়নের সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে ও জোরপূর্বক বেআইনীভাবে সাদা কাগজে সই নিচ্ছে। বক্তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যত্থায় কঠোর আন্দোলনের জন্য মালিকপক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন? সাবধান হোন এখনই

দখিনের সময় ডেস্ক: যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে...

তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি হচ্ছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

Recent Comments