Home শীর্ষ খবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওসিকে কুপিয়ে ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওসিকে কুপিয়ে ডাকাতি

দখিনের সময় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়েছিলেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ওই সময় চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অতর্কিতভাবে হানা দেয় ডাকাত দল। পরে তাকে ও তার চলক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে নগদ টাকা ও চারটি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা।

এ ঘটনায় গতকাল শনিবার (০১ অক্টোবর) রাতে সোনারগাঁ থানায় অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত ওসি আলমগীর ও গাড়িচালক বাদশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মেঘনা টোলপ্লাজা এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় ডাকাতের কবলে পড়ে ওসি আলমগীরের ব্যবহৃত গাড়িটি (চট্ট মেট্রো গ-১২৬৮৫১)। ঘটনার দিন তিনি কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। পরে গাড়িটি ভোর রাতের দিকে মেঘনা টোল প্লাজায় টোল দেওয়ার জন্য থামে। ওসিকে বহন করা গাড়িটির সামনে আরও ৬-৭টি গাড়ি টোল দিতে লাইনে আটকা পড়ে।

এ সময় ৪-৫ জনের একটি ডাকাত দল প্রথমে গাড়ি চালক মো. ইয়াছিন বাদশা মিয়ার মাথায় পিস্তল তাক করে। পরে ওসি আলমগীরকে গাড়ি থেকে নামিয়ে কুপিয় জখম করে। এ সময় গাড়িচালক বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের কাছে থাকা নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় ডাকাত দল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা টোল প্লাজার সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখবো। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments