Home শীর্ষ খবর ইনস্টাগ্রামে এক পোস্টে ১২ কোটি টাকা জরিমানা দিলেন মার্কিন সুপার মডেল

ইনস্টাগ্রামে এক পোস্টে ১২ কোটি টাকা জরিমানা দিলেন মার্কিন সুপার মডেল

দখিনের সময় ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্রিপ্টোকারেন্সির পক্ষে পোস্ট করায় ১২ কোটি টাকার বেশি জরিমানা গুণতে হয়েছে মার্কিন সুপার মডেল কিম কার্দেশিয়ানকে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে এ জরিমানা করেছে। দেশটির আইন ভঙ্গ করায় কিমকে এ জরিমানা কেরা হয়েছে বলে জানিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, বেশ কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বেআইনি ক্রিপ্টো বিনিয়োগ সংস্থার প্রচার করে পোস্ট দিয়েছিলেন কিম কার্দেশিয়ান। এ পোস্টের জন্য তিনি আড়াই লাখ ডলার পেয়েছিলেন বলে তদন্ত করে জেনেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যদি কোনো খ্যাতনামা ব্যক্তি যদি ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করেন, তবে তাকে সেই প্রচারের সঙ্গেই জানিয়ে দিতে হবে, তিনি ওই প্রচার করার জন্য কত অর্থ পেয়েছেন, কী ভাবে পেয়েছেন, কারা তাঁকে ওই অর্থ দিয়েছে।

ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করা সত্ত্বেও এ সমস্ত তথ্য পোস্টটিতে উল্লেখ করেননি কিম। তাতেই আইনভঙ্গের দায়ে পড়েছেন তিনি। এরপরই তাকে ১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৭৭৫ টাকা।

কিম অবশ্য শাস্তি মাথা পেতে নিয়েছেন। তিনি জরিমানার অর্থের পাশাপাশি আগামী তিন বছর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনো ধরনের বিনিয়োগের প্রচার করবেন না বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্র্বতী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন...

সংঘাত এড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের

দখিনের সময় ডেস্ক: শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দখিনের সময় ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের...

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

দখিনের সময় ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (২৫ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা...

Recent Comments