Home নির্বাচিত খবর প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে দাড়ালো রোটারী ক্লাব

প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে দাড়ালো রোটারী ক্লাব

দখিনের সময় ডেস্ক:

বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাড়ালো রোটারী ক্লাব। বাড়িয়েছে সহায়তার হাত। আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে বরিশাল নগরীর মল্লিক রোডের স্কুলে ৭টি রোটারী ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

জুয়েল শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা মনসুরুল আলম মন্টু, শহীদুল বারী, হান্নান মল্লিক, মাহতাব উদ্দিন, আল মাহমুদ, শফিকুল ইসলাম, রিয়াজ কবির, কাজী মিরাজ মাহমুদ, কাজী আল মামুন, মাহাবুব চৌধুরী, ইঞ্জিয়ার আবুল বাশার, ফিরোজ খান প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নগরীর ঝাউতলা রোডে নিজস্ব অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মান স্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রতিবন্ধী শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের ব্রত নিয়ে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। তখন ছিলো ৮/১০টি শিশু। দীর্ঘ  ৩৫ বছরের পথ চলায় স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা এখন ১২৭।  স্কুলের জন্য নিজস্ব ভবন নির্মানের জন্য সরকারের কাছ থেকে নগরীর ঝাউতলায় জমিও পাওয়া গেছে। এবং সমাজের দানশীল ব্যক্তিদের বদান্যতায় নিজস্ব ভবন নির্মানও শুরু হয়েছে।

বরিশাল নগরীর ঝাউতলায় নির্মিত হচ্ছে বরিশাল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন

শহরের ঝাউতলা রোডে নিজস্ব ভবনের ভিত্তি স্থাপন করা হয় গত ৩০ জুলাই। ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ২০১৫ সালে এই জমি বরাদ্দ দিয়েছেন বরিশালের তৎকালীন জেলা প্রশাসক শহীদুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments