Home লাইফস্টাইল প্রবীণদের পুষ্টির দিকে নজর দিন

প্রবীণদের পুষ্টির দিকে নজর দিন

দখিনের সময় ডেস্ক:

সাধারণত ৬০ বছর পেরোলে তাঁদের প্রবীণ বলা হয়। এই বয়স থেকে রোগ প্রতিরোধক্ষমতা কমে যেতে শুরু করে। তাই সংক্রামক রোগ থেকে দূরে থাকতে হবে। ধূমপান, মদ্যপান ছাড়তে হবে। সূর্যের আলো গায়ে লাগাতে হবে।

অনেক পুষ্টিকর খাবার যেমন শক্ত ফল (পেয়ারা, আপেল), মাংস, অর্থাৎ শক্ত ও আঁশজাতীয় খাবার খেতে অসুবিধা হওয়ায় অনেকে তা এড়িয়ে চলেন। তবে এতে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই অবশ্যই সুষম খাবারে অভ্যস্ত হতে হবে। যাঁরা তরল বা আধা তরল খান, তাঁদের জন্য সেভাবে ক্যালরি হিসাব করতে হবে।

যতটা সম্ভব সচল ও কর্মক্ষম থাকতে দিনে অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন।মানসিক চাপ থেকে দূরে থাকুন, বই পড়ুন, গান শুনুন। পছন্দের কাজ করুন, প্রার্থনায় অংশ নিন। বিশ্রাম নিন। রাতে সাত থেকে আটটার মধ্যে ঘুমাতে যাওয়া খুবই জরুরি।

ছয় মাসে একবার হলেও চিকিৎসকের কাছে যেতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। প্রবীণদের উপযোগী সারা দিনের জন্য একটি খাদ্যতালিকার ধারণা দেওয়া হলো। (উচ্চতা, ওজন, কাজের ধরন ও কোনো রোগ আছে কি না, তা দেখে এ তালিকা করতে হয়।)

সকাল ৮টা—সেদ্ধ আটার রুটি তিনটা, একটা সেদ্ধ ডিম। যেকোনো সবজি (যদি কিডনির সমস্যা না থাকে)। যদি কেউ রুটি খেতে না পারেন, তবে ওটস খেতে পারেন। বেলা ১১টা—চারটা বিস্কুট/মুড়ি ৩০ গ্রাম অথবা একটা রুটি এবং একটা যেকোনো ফল। দুপুরে—৯০ গ্রাম চালের ভাত, ৭০-৮০ গ্রাম মাছ/মাংস, এক কাপ ডাল, শাকসবজি (ইচ্ছামতো)। বিকেলে—দুধ ১২৫ মিলিলিটার/দই এক কাপ অথবা বাদাম ৩০ গ্রাম/পনির। রাতে—৬০ গ্রাম চালের ভাত, ৬০-৭০ গ্রাম মাছ/মাংস, এক কাপ ডাল ও শাকসবজি।

যাঁরা তরল, আধা তরল বা নরম খাবারে অভ্যস্ত, তাঁদের ক্ষেত্রে আমিষের চাহিদা পূরণ করতে চিকেন স্যুপ, খিচুড়ি, সঙ্গে বেছে নেওয়া মাছ, ডিমের সাদা অংশ মেশানো নাশতা, দুধ বা দই রাখতে হবে খাদ্যতালিকায়। প্রবীণদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি বা হার্টের সমস্যা থাকাটা স্বাভাবিক। সে ক্ষেত্রে খাদ্যতালিকা করতে একজন পুষ্টিবিদের সাহায্য নেওয়া ভালো।

*হাসিনা আকতার: ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও কনসালট্যান্ট, ল্যাবএইড লিমিটেড, চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments