Home লাইফস্টাইল বুক জ্বালাপোড়া? এই ১০টি নিয়ম মানুন

বুক জ্বালাপোড়া? এই ১০টি নিয়ম মানুন

দখিনের সময় ডেস্ক:

বুক জ্বালাপোড়া বা গলা-বুক জ্বলা খুবই পরিচিত একটি সমস্যা। প্রায় মানুষই কমবেশি এ উপসর্গে ভুগে থাকেন। তাই এমন সমস্যা হলে কী করা উচিত, দীর্ঘদিন উপসর্গ থাকলে উদ্বেগের কিছু আছে কি না, জানা উচিত।

যে কারণে হয়
গলা-বুক জ্বালা করা বা হার্টবার্নের সাধারণ কারণগুলো হলো—

১. খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগস্থল, যা ‘লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার’ নামে পরিচিত, যদি ঢিলে হয়ে যায় বা তার স্বাভাবিক সংকোচনের ক্ষমতা হ্রাস পায়।

২. পাকস্থলীর হায়াটাস হার্নিয়া হলে।

৩. পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডিটি ও পাকস্থলীর সংকোচন-প্রসারণে স্থিরতা।

৪. পেটের ভেতরকার চাপের বৃদ্ধি যেমন গর্ভাবস্থায় বা শারীরিক স্থূলতার ক্ষেত্রে হয়ে থাকে।

৫. ক্ষেত্রবিশেষে খাদ্যনালির চলাচল স্বাভাবিকের থেকে ধীর হলেও এমনটি হতে পারে।

উপসর্গ
হার্টবার্ন হলে গলা-বুক জ্বালাপোড়া করে, বুকে ব্যথা হতে পারে। শুকনা কাশি, আকস্মিক স্বরের পরিবর্তন, হঠাৎ মুখে টক পানি আসা ইত্যাদিও এর উপসর্গ।

জটিলতা
১. খাদ্যনালির ও পাকস্থলীর সংযোগস্থলে ঘা হয়ে যেতে পারে।

২. খাদ্যনালির নিচের অংশ চেপে যেতে পারে।

৩. রক্তশূন্যতা দেখা দিতে পারে। খাদ্যনালির নিচের অংশে দীর্ঘদিন ঘা থাকলে দীর্ঘমেয়াদি রক্তপাতের ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে।

৪. ব্যারেটস ইসোফেজাইটিস নামের কোষীয় পরিবর্তন হতে পারে। এর থেকে পরে ক্যানসার পর্যন্ত হতে পারে।

কী করবেন
গলা-বুক জ্বালাপোড়া এবং এর পরবর্তী জটিলতা থেকে বাঁচতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আবশ্যক—

১. ওজন নিয়ন্ত্রণে রাখুন।

২. নিয়মিত শরীরচর্চার অভ্যাস করুন।

৩. ধূমপান ও মদ্যপান বর্জন করুন।

৪. তিন বেলা মূল খাবারের সঙ্গে অতিরিক্ত তরল বা পানি পান থেকে বিরত থাকুন। মূল খাবারের দেড় ঘণ্টা আগে অথবা দেড় ঘণ্টা পর পানি খান।

৫. একবারে ২০০ মিলি লিটারের বেশি তরল বা পানীয় গ্রহণ না করাই ভালো।

৬. খাবারের সময় পাকস্থলীর এক-তৃতীয়াংশ সব সময় খালি রাখা উচিত।

৭. নামাজ বা প্রার্থনা খাওয়ার পূর্বে শেষ করা ভালো।

৮. রাতের খাবার খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর ঘুমাতে যান।

৯. কিছু খাবার যা এই উপসর্গ বাড়ায়, যেমন চা, কফি, কোমল পানীয়, মসুর ডাল, চকলেট, দুধ ও দুধে তৈরি খাবার।

১০. ওমিপ্রাজল, ডমপেরিডন এবং কিছু নতুন অ্যাসিড পকেট নিউট্রালাইজার জাতীয় ওষুধ এই উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।

*ডা. খান মো. নাজমুস সাকিব: সহকারী অধ্যাপক, পরিপাকতন্ত্র বিভাগ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাজিতপুর, কিশোরগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments