Home নির্বাচিত খবর ইন্সপেক্টর সোহেল রানাকে এক বছরেও ভারত থেকে আনা যায়নি

ইন্সপেক্টর সোহেল রানাকে এক বছরেও ভারত থেকে আনা যায়নি

দখিনের সময় ডেস্ক:
গ্রাহকের টাকা আত্মসাৎ, প্রতারণা ও দুর্নীতিতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক এবং বরখাস্ত হওয়া ইন্সপেক্টর শেখ সোহেল রানাকে ভারত থেকে এক বছরেও ফেরানো যায়নি। বনানী থানার সাবেক এই ইন্সপেক্টর(তদন্ত) সোহেল রানা অন্তত ১৪টি মামলার আসামি ।
গত বছর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলা হয়। ওই মামলার আসামি করা হয় বনানী থানার তৎকালীন পরিদর্শক শেখ সোহেল রানাকে। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তারে অনুমতি পায় গুলশান থানা। কিন্তু এর আগেই সোহেল রানা দেশ থেকে পালিয়ে যান এবং ভারতে গ্রেপ্তার হন। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে কয়েক দফায় ভারতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দেয় বাংলাদেশ পুলিশের সদরদপ্তর। কিন্তু ফেরানো সম্ভব হয়নি। অনেকবারই চিঠি দেওয়া হয়েছে। গত বছরই পাঁচবার চিঠি দেওয়া হয় এনসিবিকে। কিন্তু কার্যকর কোনো রেসপন্স পাওয়া যায়নি।
গত বছরের ১৭ আগস্ট অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম। ওই সময় তার সঙ্গে প্রতারণার শিকার আরও ৩৭ জন উপস্থিত ছিলেন।
গ্রাহকের ১১শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলায় আসামি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ ও পুলিশের বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানা। শুরু থেকেই ই-অরেঞ্জের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেও অরেঞ্জ বাংলাদেশ নামে প্রতিষ্ঠান চালুর জন্য নেওয়া টিআইএন সনদে পরিচালক হিসেবে সোহেল রানার নাম দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

Recent Comments