দখিনের সময় ডেস্ক
গতকাল সোমবার সকালে ইউক্রেনজুড়ে অতর্কিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে অন্তত ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এরমধ্যে ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির স্থানীয় সময় সোমবার সকালে ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা আরও বলেছে, দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১০৫ জন আহত হয়েছে। রাশিয়ার এমন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন জেলেনস্কিকে ফোনে এসব প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করেছেন।