Home শিক্ষা ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হেনস্থার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হেনস্থার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের এক সিনিয়র ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। এছাড়া ওই ছাত্রীকে রক্ষা করতে এলে তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিচার চেয়ে বিক্ষোভ করছেন হলটির ছাত্রীরা। প্রায় দুই শতাধিক ছাত্রী হলের মধ্যে আন্দোলন করেন। রাত ৮টার দিকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে ব্যর্থ হন।

পরে রাত ১১টার দিকে প্রভোস্টের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। শুক্রবার সকাল ৯টায় ছাত্রীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ সমাধান করার আশ্বাসে দিলে ছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে। এর আগে রাত ১০টার দিকে সৈয়দা সায়মা রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে হলে থেকে মেডিকেলে পাঠানো হয়। হল প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথি বলেন, আগামীকাল (শুক্রবার) সকাল ৯টায় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করবো। আশাকরি বিষয়টি সমাধান হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হলের ছাত্রীরা হলগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ছাত্রী হেনস্তার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নেতার সুপারিশে গণরুম থেকে হলের নতুন ব্লকের ২০৪ নং কক্ষের সিটে উঠেন ২০২০-২১ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সৈয়দা সায়মা রহমান। ওই ছাত্রী কক্ষের পছন্দমতো সিটে থাকার দাবি জানান। এতে কক্ষের অন্য সিনিয়র শিক্ষার্থীরা তাকে অন্য সিটে থাকতে বললে থাকতে রাজি হননি।

এসময় হলের সিনিয়র বাংলা বিভাগের ২০১৬-১৭শিক্ষাবর্ষের পপি আক্তার ও হলের অন্যান্য সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভকারীরা ওই ছাত্রীর সিট বাতিলের দাবি করে স্লোগান দেন।
এর সূত্র ধরে সায়মা তার ছেলে বন্ধু ছাত্রলীগকর্মী মেহেদী হাসান হাফিজকে জানায়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাখা ছাত্রলীগ কর্মী হাফিজ, শাহীন আলম ও মাসুমসহ কয়েকজন নেতাকর্মী প্রধান ফটকের সামনে পপি আক্তারের গতি রোধ করে। তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সহযোগী। এসময় পথ আটকে তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান হাফিজ। একপর্যায়ে হাফিজ পপিকে মারতে চান বলে অভিযোগ করেন পপি। এসময় তার সঙ্গে থাকা বন্ধু আইসিটি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পথিক প্রতিবাদ করলে তাকে মারধর করেন তারা।

ভূক্তভূগী পপি আক্তার সাংবাদিকদের বলেন, আমরা হলের নিয়ম অনুযায়ী ওই ছাত্রীর সঙ্গে কথা বলি। সে তার ছেলে বন্ধুকে জানালে তারা প্রথমে আমাকে বান্ধবীর মাধ্যমে হুমকি দেয়। পরে বিকালে হেনস্তা করে।এসময় প্রতিবাদ করলে আমার বন্ধুকে মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments