Home শীর্ষ খবর বড় বোনের প্রেমিকের ছুরিকাঘাতে ছোট বোনের প্রেমিক খুন

বড় বোনের প্রেমিকের ছুরিকাঘাতে ছোট বোনের প্রেমিক খুন

দখিনের সময় ডেস্ক:
বড় বোনের প্রেমিক শাকিলের (২২) ছুরিকাঘাতে ছোট বোনের প্রেমিক মামুন (২১) খুন হয়েছে। এ ঘটনায় শাকিলকে আটক করে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মামুন আছিম পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। অপরদিকে, শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মৈশেরচালা গ্রামের আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র মামুন। আজ রোববার ফরম ফিলাপ করার কথা ছিল তার। এরই মধ্যে মোবাইলে একটি মেসেজ আসে মামুনের।
সেখানে শাকিল লিখে, আগামীকাল তুই কলেজে চলে যাবি। তোর সাথে দেখা করা দরকার। সন্ধ্যার পর আমি হোরবাড়ি স্কুলের সামনে থাকবো’ কথা মতো মামুন শাকিলের সঙ্গে দেখা করে এবং দুই বন্ধুর কথোপকথনের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। শুরু হয় ধস্তাধস্তি। মামুনের স্কুল ব্যাগে থাকা চাকু হঠাৎ পড়ে যায়। নিজে বাঁচতে সেই ছুরি দিয়ে মামুনকে একাধিক আঘাত করে শাকিল। মামুন ঘটনাস্থলেই মারা যায়।
ফুলবাড়িয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মামুন ও শাকিলের। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আজ সকালে ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments