Home বরিশাল বরিশালের হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ, ছবি তুলে রাখার নির্দেশন

বরিশালের হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ, ছবি তুলে রাখার নির্দেশন

দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। হোটলে মালিকরা বলছে, নতুন করে বোর্ডার তুলতে প্রশাসন থেকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় মালিক সমিতির আওতায় দুই শতাধিক আবাসিক হোটেল রয়েছে।
এসব হোটেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে দায়িত্বরতদের সঙ্গে কথা বলছেন। এদিকে মালিক সমিতি  মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগে।  হোটেল শাসম এর ব্যবস্থাপক মানিক হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘নতুন বোর্ডার নিতে পারবো না এমন কোনো নির্দেশনা কেউ দেয়নি। তবে প্রশাসন থেকে গুরুত্ব দিয়ে বলেছেন, যেন কক্ষ ভাড়া দেওয়ার যে নীতিমালা রয়েছে তা অনুসরণ করা হয়। ভাড়া যিনি নেবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি তুলে রাখাসহ হালনাগাত তথ্য লিপিবদ্ধ করে রাখতে বলা হয়েছে।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, এখন পর্যন্ত কোনো হোটেল থেকে আমাদের নেতাকর্মীদের নামিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো অভিযোগ আমি পাইনি। আশা করছি প্রশাসন এই কাজ করবেন না। কারণ কেউ যদি বিধি মেনে হোটেলে ভাড়া দিয়ে থাকে তাহলে সেখানে কারও হস্তক্ষেপ করা উচিত হবে না।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হোটেল তদারকি আমাদের নিয়মিত কাজের অংশ। হোটেল কর্তৃপক্ষ সঠিকভাবে নিয়ম অনুসরন করছেন কিনা এসব খোঁজখবর নিতেই হোটেলে যাওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments