Home লাইফস্টাইল জ্বরে কেন মরিচ ভালো

জ্বরে কেন মরিচ ভালো

দখিনের সময় ডেস্ক:
নানা কারণে জ্বর হয়। ভাইরাসজনিত রোগ যেমন কোভিড বা ডেঙ্গু, আবার ব্যাকটেরিয়াজনিত টাইফয়েড, প্যারাটাইফয়েড, টিবির কারণে জ্বর দেশে বেশি হয়। সাধারণ ফ্লুও আকছারই হচ্ছে। জ্বর হলে শুরুতেই ওষুধ বা ডাক্তারের কাছে ছোটাছুটি না করে পর্যবেক্ষণ করুন।
শুরুতে জ্বর কমাতে প্যারাসিটামল খেতে পারেন। কিন্তু জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা এর নিচে হলে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। ভয় পাওয়ারও কিছু নেই। সকাল-বিকেল তাপমাত্রা মেপে লিখে রাখুন। পরে এটা কাজে দেবে। কারণ, জ্বরের লক্ষণ দেখে এর কারণ বোঝা যায়।
কুসুম গরম পানিতে গোসল করুন। কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা কমে যাবে। জ্বর নিয়ে ঠান্ডা পানিতে গোসল করলে ত্বক শীতল হয়ে পড়বে ও কাঁপুনি শুরু হবে। গোসল করতে না চাইলে কপাল ও ঘাড়ের ওপর ঠান্ডা পানিতে ভেজানো নরম কাপড় রাখলেও জ্বর কমবে। গা মুছেও নিতে পারেন। বগল ও কুঁচকির মতো উচ্চ তাপমাত্রার অংশে স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে মুছে নিলে জ্বর কমে আসবে। ঝাল মরিচের প্রধান উপাদান ক্যাপসাইসিন শরীর থেকে ঘাম ঝরিয়ে জ্বর কমাতে পারে
ঝাল মরিচের প্রধান উপাদান ক্যাপসাইসিন শরীর থেকে ঘাম ঝরিয়ে জ্বর কমাতে পারেছবি: সংগৃহীত
শরীরকে শীতল করার একটি প্রক্রিয়া হচ্ছে ঘাম নিঃসরণ। তাই শরীর থেকে ঘাম ঝরিয়ে জ্বর কমাতে বারবার আদা-চা, লেবু-চা ইত্যাদি পান করতে পারেন।
ঝাল মরিচের একটি প্রধান উপাদান হলো ক্যাপসাইসিন। এটি শরীর থেকে ঘাম ঝরিয়ে জ্বর কমাতে পারে। বিশেষ করে ঠান্ডা জ্বর বা ফ্লু হলে এক বাটি গরম স্যুপে ঝাল মরিচ বা গোলমরিচ দিয়ে খেলে ভালো লাগবে। জ্বরের সময় শরীর সহজেই পানিশূন্য হতে পারে। তাই প্রতিদিন ৮ থেকে ১২ গ্লাস পানি পান করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোষ্ঠকাঠিন্য মোকাবিলার ৪ উপায়

দখিনের সময় ডেস্ক: কোষ্ঠকাঠিন্য সত্যিই হতাশাজনক হতে পারে! আশেপাশে এমন অনেক লোক আছে যারা প্রতিদিন সকালে মলত্যাগ করতে সমস্যায় পড়েন। আসলে টয়লেটে দীর্ঘ সময় কাটানো...

গরমে গোসলের পানিতে নিমপাতা মেশাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। গরমে সবার প্রাণই হাসফাঁস করছে যেন। কী করলে একটু স্বস্তি মিলবে তার নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন প্রায় সবাই।...

আপনার ত্বক কি তৈলাক্ত? এড়িয়ে চলুন এই ৭ খাবার

দখিনের সময় ডেস্ক: দূষণ এবং তাপমাত্রার বৃদ্ধির কারণে তা আপনার ত্বককে নিস্তেজ এবং রুক্ষ করে তুলতে পারে। আমাদের ব্যস্ত সময়সূচীর কারণে মাল্টিটাস্ক করা কঠিন হয়ে...

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ

দখিনের সময় ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল...

Recent Comments