Home শিক্ষা ক্যাম্পাস বাস দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

বাস দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন বাস দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন  ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা৷

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গত ৬ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে সাকুরা পরিবহনের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল ইমন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটছে। এ রুটে প্রায় এমন সড়ক দুর্ঘটনা ঘটছে। সহপাঠীর মৃত্যুতে তারা এক কোটি টাকা ক্ষতিপূরণ ও সাকুরা পরিবহনের রুটপারমিট বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, যেহেতু শিক্ষার্থীদের সহপাঠীর মৃত্যু হয়েছে তাই ওরা বিক্ষুব্ধ হয়ে আছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।  মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বলেন, সড়কে যানবাহন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এদিকে ইসমাইল খলিল ইমনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। মঙ্গলবার এক শোক বার্তায় উপাচার্য মরহুম ইসমাইল খলিলের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র গরমেও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

Recent Comments