কাজী হাফিজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন বাস দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা৷
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গত ৬ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে সাকুরা পরিবহনের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল ইমন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটছে। এ রুটে প্রায় এমন সড়ক দুর্ঘটনা ঘটছে। সহপাঠীর মৃত্যুতে তারা এক কোটি টাকা ক্ষতিপূরণ ও সাকুরা পরিবহনের রুটপারমিট বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, যেহেতু শিক্ষার্থীদের সহপাঠীর মৃত্যু হয়েছে তাই ওরা বিক্ষুব্ধ হয়ে আছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম বলেন, সড়কে যানবাহন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।