Home নির্বাচিত খবর ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় রাশমিকাকে

‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় রাশমিকাকে

দখিনের সময় ডেস্ক:
দিনের পর দিন কটু কথা শুনে যেতে হচ্ছে রাশমিকা মান্দানাকে। তিনি হট প্যান্ট পরলেও বিদ্রুপ করা হচ্ছে, আবার শাড়ি পরলেও। ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় তাকে। কেন সবাই বিরূপ ‘পুষ্পা’ অভিনেত্রীর প্রতি?
একের পর এক কটাক্ষ শুনতে শুনতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন রশ্মিকা।মানসিক অবসাদে ভুগতে শুরু করেন রশ্মিকা। শরীর নিয়ে কটাক্ষ, ট্রোলিংয়ে জুটেছিল যৌনকর্মীর তকমা। একটি সাক্ষাৎকারে নিজের শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধ রুখে দাঁড়িয়েছেন রশ্মিকা
রশ্মিকা জানিয়েছেন, শরীরী, গায়ের রং, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন তার মনে হতো, বাইরের লোকের সামনে যেন নগ্ন অবস্থায় তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তবে শুধু শরীর নয়, তার পরিবারকেও বাদ রাখা হয়নি এর থেকে।
নেটদুনিয়ায় চোখ রেখে ভেঙে পড়েছিলেন রাশমিকা। তা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে ভালোবাসা জানালেন অনুরাগীদের, যারা সব কিছুর মধ্যেও পাশে ছিলেন অভিনেত্রীর। রাশমিকা লেখেন, ভালোবাসা জানাই তাদের সকলকে, যাদের কাছে এর দাম রয়েছে। অনেক মেসেজ পেয়েছি, যাতে আপনারা আমার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পড়ে মনের জোর পেয়েছি। আমার ভেতরে উষ্ণতার সঞ্চার করেছে। আমার কাছে এ অনেকখানি। নিজের একটি ছবি দিয়ে এত দিনে একটি ইতিবাচক সকাল শুরু করেন অভিনেত্রী। যা দেখে শুভেচ্ছা জানান অনুরাগীরাও।
বর্তমানে ভামশি পাইরিপল্লির পরিচালনায় ‘বরিশু’ ছবির শুটিংয়ে ব্যস্ত রাশমিকা। বিজয় থালাপাতির সঙ্গে সে ছবিতে পর্দা ভাগ করবেন নায়িকা। ক্যারিয়ারের এই সুসময়ে পাশে নিন্দার ছায়া তাকে বারবার পেছনে টেনে নিয়ে যাক— চান না অভিনেত্রী। তার দাবি, ‘আমায় সবাই বুঝবেন এমন কোনো কথা নেই। সবার ভালোবাসা পাওয়ার আশা করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন।
সম্প্রতি শরীর নিয়ে একটানা নেতিবাচক মন্তব্য উপেক্ষা করতে না পেরে রাশমিকা সামাজিকমাধ্যমে লিখেছিলেন, ক্রমাগত যখন নিজের দেহ, নিজের গায়ের রং, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, বিদ্রুপ করা হয়, তখন মনে হতে থাকে, জনতার সামনে যেন নগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছি। মনভাঙা এক লেখায় কিছুদিন আগেই রাশমিকা লিখেছেন, সকলকে আমায় পছন্দ করতে বলছি না। সমালোচনা আসুক, কিন্তু সেটা আমার কাজ ঘিরে হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাথার উপর অনেক চাপ? ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’

দখিনের সময় ডেস্ক: মাথার উপর অনেক চাপ নিয়ে আছেন? বাজারে এসেছে সেকেন্ড ব্রেন! সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না।...

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

দখিনের সময় ডেস্ক: ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী...

এবার হোয়াটসঅ্যাপে এআই, যেভাবে কাজ করবেন

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের...

শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি?

দখিনের সময় ডেস্ক: শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি তা জানার আগে প্রথমে বুঝে নিতে হবে, অপরিষ্কার বলতে আসলে কী বোঝানো হয়েছে? আমাদের শরীরের এমন জায়গা...

Recent Comments