Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি জেল থেকে বেরিয়ে ফের ইয়াবা-আইসের কারবারে শফিক

জেল থেকে বেরিয়ে ফের ইয়াবা-আইসের কারবারে শফিক

দখিনের সময় ডেস্ক:
২০১৭ সালে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পৌঁছানোর কাজ করতেন মো. শফিক (৩৬)। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী সুমির হাত ধরে ইয়াবার সঙ্গে আইসেরও নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। সাবেক স্ত্রীর ভুয়া ক্রাইম রিপোর্টার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেই মূলত তিনি ডেমরা এলাকার মাদকের মূলহোতা বনে যান।
২০২১ সালে ১০ হাজার ইয়াবাসহ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক বছরের বেশি সময় কারাভোগ করে চলতি বছরের আগস্টে জামিনে বের হন। পরে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার মাদকের গডফাদারদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন।

ভুয়া পরিচয়ে ভুয়া কার্ড, মাদক ব্যবসার প্রটেকশন

শেষ রক্ষা অবশ্য হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল রোববার (১৩ নভেম্বর) মো. শফিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার কক্সবাজার ভিত্তিক মাদক সিন্ডিকেটের মূলহোতা মো. শফিক এবং অন্য দুজন হলেন তার সাবেক স্ত্রী ‘ক্রাইম রিপোর্টার ও টিভি আর্টিস্ট পরিচয় প্রদানকারী’ মরিয়ম বেগম ওরফে সুমি ও মো. সুমন ফকির (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা ও ১১০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।
শফিক ১০ হাজার পিস ইয়াবাসহ গত বছর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ে। এক বছরের বেশি সময় কারাভোগ করে গত আগস্টে জামিনে বের হন তিনি। এরপর তিনি তার সাবেক স্ত্রী কথিত অনলাইন জেএননিউজ ডটকম-এর সাংবাদিক পরিচয়দানকারী ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্য এবং বাংলাদেশ টিভি ও ফ্লিম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য পরিচয়দানকারী মরিয়ম বেগম ওরফে সুমির সঙ্গে যোগাযোগ করেন। তার মাধ্যমে শফিক নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার মাদকের গডফাদারদের সঙ্গে যোগাযোগ করেন। সাবেক স্ত্রী সুমি ও চনপাড়ার মাদক কারবারিদের সহযোগিতায় তিনি পুনরায় মাদক কারবারে সক্রিয় হোন।
ক্রেতা সেজে প্রথমে যোগাযোগ করা হয় শফিকের সঙ্গে। এরপর ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণের কর্মকর্তারা যাত্রাবাড়ীতে যান। তবে ধূর্ত শফিক নিজে না এসে চক্রের সদস্য মো. সুমন ফকিরকে পাঠান। তাকে ৫০০ পিস ইয়াবাসহ যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. শফিককে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার ও সারুলিয়া এলাকা থেকে ও মরিয়ম বেগম ওরফে সুমিকে বাকি ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১১০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments