দখিনের সময় ডেস্ক:
পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকদিন রেকি করে সহযোগীদের ছিনিয়ে নিতে আসে আনসার আল ইসলামের জঙ্গিরা। ঘটনাস্থল থেকে হাতকড়া কাটার অ্যান্টিকাটার, চাবি ও পিপার স্প্রে উদ্ধার করেছে পুলিশ। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা বলছেন, জঙ্গিরা রেকি করেছে বলেই মনে হচ্ছে। যেখান থেকে দুই আসামি ছিনতাই করা হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না, এটা হয়ত তারা জানত।
উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা জঙ্গিরা ২ আসামিকে ছিনিয়ে নেয়। জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সশস্ত্র হামলায় বিশ্বাসী আনসার আল ইসলাম। একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আজ ১২ আসামীকে কোর্টে তোলা হয়। তাদের মধ্যে চার জঙ্গি ছিলেন আনসার আল ইসলামের সশস্ত্র টিমের সদস্য। যারা প্রকাশক দীপন ও লেখক অভিজিৎকে কুপিয়ে হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন।