দখিনের সময় ডেক্স:
প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে প্রতিবেশী এ দেশটি। গতকাল শনিবার একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে রেকর্ড ৯২ হাজারেরও বেশি, মারা গেছেন পাঁচ শতাধিক।
ভারতে সবচেয়ে বেশি পরিস্থিতির অবনতি হয়েছে মহারাষ্ট্রে। শিগগিরই সংক্রমণ না কমলে রাজ্যটিতে পুনরায় লকডাউন জারির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে।
গতকাল শনিবার মহারাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছেন প্রায় ৫০ হাজার। সংক্রমণের হার না কমলে শিগগিরই আবারও লকডাউন জারির ঘোষণা দেন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। এ ছাড়াও পরিস্থিতির অবনতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যেও। সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাজ্যটিতে নতুন করে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সংক্রমণের হার দ্রুত বাড়লেও মানুষের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কেবল আক্রান্ত হলেই মানুষ এর ভয়াবহতা উপলব্ধি
এদিকে ভারতজুড়ে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ১৩০ কোটি মানুষের দেশে এখনও টিকায় আওতায় আসেনি বিরাট একটি জনগোষ্ঠী। করোনা সংক্রমণ ও মৃতের হারের দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।