Home রাজনীতি জিএম কাদেরের বোধোদয়, রওশন এরশাদের সাথে বসলেন নাশতার টেবিলে

জিএম কাদেরের বোধোদয়, রওশন এরশাদের সাথে বসলেন নাশতার টেবিলে

দখিনের সময় ডেস্ক:
অবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বোধোদয় হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার তাল গাছের মতো তিনি রাজনীতির আকাশে উড়েযেতে চেয়েছিলেন। এই বাসনায় নিমজ্জিত হয়ে তিনি একক সিদ্ধান্তে অনেক কাজ করেছেন। এমনকি রওশন এরশাদকে বাদদিয়ে নিজকে সংসদে বিরোধী দলের নেতা হিসেবে ঘোষণার জন্য স্পীকারকে চিঠিও দিয়েছিলেন জি এম কাদের।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাজনীতির জটিল অংক অনুধাবন করতে না পারার কারণেই অতি স্বেচ্চাচারী হয়ে উঠেছিলেন জিএম কাদের। এরফলে তিনি জাতীয় পার্টির যত না ক্ষতি করেছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছেন নিজের। কিন্তু তিনি এখন বাস্তবতা অনুধাবন করতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র বলছে, এ অবস্থা অনুধাবন করেই তিনি রওশন এরশাদের দ্বারস্থ হয়েছেন। জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন। বসেছেন নাস্তার টেবিলে। মঙ্গলবার(২৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের সাক্ষাৎ হয়।
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এসময় তারা এক টেবিলে বসে নাশতা করেন। এসময় দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
এর প্রায় ৫ মাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগে গত রোববার দুপুরে দেশে ফেরেন রওশন এরশাদ। বিদেশে থাকাকালেই তার সঙ্গে জি এম কাদেরের দূরত্ব তৈরি হয়। তখন দলটির মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

কলামের শিরোনাম দেখে যে কারও মনে একাধিক প্রশ্ন দেখা দিতে পারে। এর মধ্যে দুটি প্রধান। এক. যেখানে সরকারি দফাদারকেও ‘স্যার’ বলার অঘোষিত বাধ্যবাধকতা দাঁড়িয়ে...

প্রতি বছর বিশ্বে সাপের কামড়ে মারা যায় দেড় লাখ মানুষ

দখিনের সময় ডেস্ক: প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ৪৫ থেকে ৫৫ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজারের...

Recent Comments