দখিনের সময় ডেস্ক:
বিশ্বব্যাংক বলছে, ২০২২ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ স্থানে থাকবে ভারত। আর প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশ থাকতবে নবম স্খানে।
চলতি বছর ভারতের রেমিট্যান্স আসবে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার। গত বছর দেশটিতে রেমিট্যান্স এসেছিল ৮ হাজার ৯০০ কোটি ডলারের বেশি। একই সময়ে চীনকে ছাড়িয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে রেমিট্যান্স আসতে পারে ৬ হাজার ৩০০ কোটি ডলার। গত বছর পেয়েছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার। তৃতীয় স্থানে নেমে যাওয়া চীনের প্রবাসী আয়ের পরিমাণ ২০২১ সালে ছিল প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলার। ২০২২ সালে হবে ৫ হাজার ১০০ কোটি ডলার। অন্য দেশগুলোর মধ্যে ফিলিপাইন ৩ হাজার ৮০০ কোটি ডলার নিয়ে চতুর্থ ও ৩ হাজার ২৩৩ কোটি ডলার নিয়ে মিশর পঞ্চম স্থানে থাকবে। ফ্রান্স ষষ্ঠ (৩ হাজার ১০০ কোটি), পাকিস্তান সপ্তম (২ হাজার ৯০০ কোটি), জার্মানি অষ্টম (২ হাজার ১১২ কোটি), বাংলাদেশ নবম (২ হাজার ১০০ কোটি ডলার) স্থানে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।