Home শীর্ষ খবর পেলের অবস্থার আরও অবনতি, দেওয়া হচ্ছে ‘জীবনের শেষ চিকিৎসা’

পেলের অবস্থার আরও অবনতি, দেওয়া হচ্ছে ‘জীবনের শেষ চিকিৎসা’

দখিনের সময় ডেস্ক:
গেল মঙ্গলবার কিংবদন্তি পেলেকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যদিও তার কন্যা জানিয়েছিলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে এবার পিলে চমকে ওঠার মতো খবরই এসেছে ব্রাজিল থেকে। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’।
ক্যানসারের চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী পেলেকে গেল মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে তার ফুসফুসে ইনফেকশনও ধরা পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ফোলহা দে সাও পাওলো জানিয়েছে, তার কেমোথেরাপি স্থগিত করা হয়েছে। এরপর থেকে কেবল তার ব্যথা উপশম করার আর নিঃশ্বাসের অসুবিধার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের কর্তারা কিংবা তার ম্যানেজারের কেউ এই বিষয়ে কথা বলতে সম্মত হননি।
এর আগে গত বৃহস্পতিবার ইন্সটাগ্রামে পেলে জানিয়েছিলেন, হাসপাতালে কোনো বিশেষ কারণে যাননি তিনি, ‘মাসিক যাতায়াত’ ছিল সেটা। ভক্ত-সমর্থকদেরকে তাদের শুভেচ্ছা-শুভকামনার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন কালো মানিক।  শুক্রবার জানানো হয়েছিল, অ্যান্টিবায়োটিক চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পেলে, যার ফলে তার স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। তার ঠিক পরদিনই শোনা গেল এমন খবর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিক্রিযোগ্য নেতা বিএনপিতে বেশি

বিএনপি যে লক্ষ্যের কথা বলছে, সেটি অর্জন করা দুরূহ। যদিও এখনো বিএনপি তোতা পাখির মতো বলেই যাচ্ছে, ভোট বর্জন করে আন্দোলনের সিদ্ধান্তই সঠিক ছিল।...

সেতু টোলপ্লাজায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের বিস্তারিত

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠিতে গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঈদের পরে গত...

সেতু টোলপ্লাজায় ১৪ জন নিহত, তদন্ত প্রতিবেদনে অবকাঠামোগত ত্রুটি দূর করার ‍উপর গুরুত্বারোপ

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠিতে গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঈদের পরে গত...

মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত...

Recent Comments