Home শীর্ষ খবর কানাডায় তীব্র শ্রমিক সংকট,  বাংলাদেশের জন্য বিরাট সুযোগ

কানাডায় তীব্র শ্রমিক সংকট,  বাংলাদেশের জন্য বিরাট সুযোগ

দখিনের সময় ডেস্ক:
কানাডা ওপেন ওয়ার্ক পারমিটধারীদের (ওডব্লিউপি) পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিটের যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।  কানাডা সরকারের এই সিদ্ধান্ত আগামী ২০২৩ সাল থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও অন্যান্য দেশের লাখ লাখ পেশাজীবী দেশটিতে কাজের সুযোগ পাবেন। তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় উত্তর আমেরিকার দেশ কানাডা ব্যাপক সম্প্রসারিত এক পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
ওপেন ওয়ার্ক পারমিটের (ওডব্লিউপি) মাধ্যমে বিদেশি নাগরিকরা কানাডায় নিয়োগকর্তার অধীনে যেকোনও ধরনের কাজের অনুমতি পান। নাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী শন ফ্রেজার ঘোষণা দিয়েছেন, তার দপ্তর অস্থায়ী বিদেশী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিট সম্প্রসারণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিটের সম্প্রসারণ করছে কানাডা। ২০২৩ সাল থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এর মাধ্যমে একজন প্রধান আবেদনকারীর স্ত্রী এবং সন্তানরা কানাডায় কাজ করার যোগ্য বলে বিবেচিত হবেন। কানাডায় কর্মরত পরিবারগুলোকে একত্রিত করে কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই নতুন এই পদক্ষেপের লক্ষ্য। এর ফলে কর্মীরা তাদের সামগ্রিক কাজের পরিবেশ এবং পরিবারের সাথে আরও ভালোভাবে সুসংহত হওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করেছেন ফ্রেজার।
আগামী বছরের জানুয়ারি থেকে শুরু করে অস্থায়ী-ভিত্তিতে দুই বছরের পদক্ষেপের মাধ্যমে কানাডায় কর্মীদের জন্য পর্যায়ক্রমে স্বামী/স্ত্রী এবং শ্রমজীবীদের ​​শিশুদের কাজ করার যোগ্যতার সম্প্রসারণ করা হবে। কানাডা সরকারের এই ঘোষণার আগে মূল আবেদনকারী যদি কানাডায় উচ্চ-দক্ষতাসম্পন্ন পেশায় নিয়োজিত থাকতেন, তাহলেই কেবল স্বামী/স্ত্রী ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য বিবেচিত হতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক: ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া...

বিএনপিতে স্টাইকার নেই

প্রায় ১৮ বছর ধরে মসনদ বলয়ের বাইরে থাকা বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, কারাভোগ, নির্যাতনের পরও দল আঁকড়ে আছেন। এরা বিশাল এক শক্তি। কিন্তু...

পাকিস্তানে বন্ধ টুইটার, কারণ জানাল সরকার

দখিনের সময় ডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে চলিত বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমানে এক্স) বন্ধ রয়েছে। মূলত দেশেটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল...

আবার চালু হচ্ছে আইএসপি লাইসেন্স আবেদন

দখিনের সময় ডেস্ক: দেড় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা (আইএসপি) সরবরাহের লাইসেন্স প্রাপ্তির আবেদন কার্যক্রম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)...

Recent Comments