Home অর্থনীতি রপ্তানি আয়ে সুবাতাস

রপ্তানি আয়ে সুবাতাস

দখিনের সময় ডেস্ক
সংকটেও তৈরি পোশাকসহ রপ্তানি আয়ে সুবাতাস
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে তৈরি পোশাক পণ্যসহ রপ্তানি আয়ে সুসংবাদ এসেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নেতিবাচক ধারায় থাকার পর নভেম্বর মাসে ২০২১ সালের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ১০৫ কোটি ১১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ রপ্তানি আয় ২৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশি টাকায় যার (ডলার প্রতি ১০০ টাকা ধরে) পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৫১১ কোটির টাকার বেশি। শুধু গত বছরের তুলনায় বেড়েছে তাই নয়, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৭২ কোটি ২৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা শতাংশের হিসাবে ১৭ দশমিক ০৭ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের নভেম্বর মাসে বাংলাদেশের তৈরি ৩১ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। সেখান থেকে মোট আয় হয়েছে ৫০৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার (টাকার অংকে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার ৯২৫ কোটি টাকার বেশি)। ২০২১-২২ অর্থবছরের নভেম্বর মাসে রপ্তানি আয় হয়েছিল ৪০৪ কোটি ১৩ লাখ ৯০ হাজার ডলার। সেই হিসাবে গত বছরের তুলনায় বিশ্ববাজারে পণ্য রপ্তানি আয় বেড়েছে ১০৫ কোটি ১১ লাখ ৭০ হাজার ডলার। যা শতাংশের ২৬ দশমিক ০১ শতাংশ রপ্তানি আয় বেড়েছে।
আরেকটি সুখবর হলো— বিদায়ী মাসে রপ্তানি আয়ে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪৩৫ কোটি ডলার। সেই লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার বেশি আয় হয়েছে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ দশমিক ০৭ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে। খাতওয়ারি দেখা গেছে, সবচেয়ে বেশি আয় এসেছে পোশাক পণ্য রপ্তানি থেকে। এ খাতে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের নভেম্বর মাসে রপ্তানি আয় বেড়েছে ১১৪ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। শতাংশের হিসাবে বেড়েছে ৩৫ দশমিক ৩৬ শতাংশ।
২০২১ সালের নভেম্বর মাসে বিশ্ববাজারে বাংলাদেশের ৩২৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৪৩৭ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ডলার। শতাংশের হিসাবে রপ্তানি ৩৫ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ইপিবির সূত্র মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ২ হাজার ১৯৪ কোটি ৬০ লাখ (২১.৯৪ বিলিয়ন) ডলার আয় করেছেন রপ্তানিকারকরা। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরের এই পাঁচ মাসে পণ্য রপ্তানি থেকে ১৯ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে প্রায় ১ শতাংশ।
মাস ওয়ারি হিসাবে দেখা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি আয় হয়েছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলারের পণ্য। যা আগের বছর ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তার আগের মাস সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার রপ্তানি আয় হয়েছিল। আগের বছরের একই সময়ে আয় ছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ ৬ দশমিক ২৩ শতাংশ রপ্তানি কম হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘কখন কী হয়’

দেশে অনেক অবকাঠামো তৈরি হয়েছে ও হচ্ছে। যা অকল্পনীয় উন্নয়ন হিসেবে দৃশ্যমান। পাশাপাশি মনে করা হয়, সুশাসনের বিষয়টি সবচেয়ে অবহেলিত আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে...

দুলাভাইর কান্ড, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কোপাল শালিকে

দখিনের সময় ডেস্ক: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুলাভাইয়ের দায়ের কোপে শালি গুরুতর আহত হয়েছে।  গুরুতর আহত অবস্থায় শালি সীমা আক্তারকে (২২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি...

বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নেতৃত্বে মৃদুল ও লিমন

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) সাবেক...

সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

Recent Comments