দখিনের সময় ডেস্ক:
বিএনপি ঘোষিত সরকার পতন আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে ২০ দলীয় জোটভুক্ত ১১টি দল গণমিছিল কর্মসূচি পালন করবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে ১১ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সই করা এক বিবৃতিতে গণমিছিল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির আলোকে ভোট জালিয়াতি ও ভোট চুরি, অনির্বাচিত দুর্নীতিবাজ-লুটেরা সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি মহাসচিবসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক), বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপি- মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির- মহাসচিব অ্যাড. আবুল কাশেম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।