Home লাইফস্টাইল বাজারে তাজা মাছ চিনবেন যেভাবে

বাজারে তাজা মাছ চিনবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক:
বাজারে মাছ কিনতে গেলেই যে প্রশ্নটা ঘুরতে থাকে তা হলো, কিভাবে তাজা মাছ কিনব বা চিনব? তাজা মাছ কেনার জন্য আপনাকে মাছ সম্পর্কে ধারণা রাখতে হবে। মাছ খুব পুষ্টিকর খাবার। এক আউন্স মাছে প্রোটিনের পরিমাণ আছে ৫ গ্রাম। এ ছাড়া মাছ দিয়ে মজার মজার খাবারও রান্না করা যায়।
তবে আমরা সবাই জানি, লবণাক্ত পানির চেয়ে মিষ্টি পানির মাছ বেশি স্বাদ। তবে মাছের স্বাদ অনেক সময় জায়গা বা অঞ্চলের ওপর নির্ভর করে। যাই হোক, এখন আসা যাক তাজা মাছ চিনবেন কিভাবে। চলুন সেটাই জেনে নিই।
১. প্রথমেই আসি মাছের কানকোর কাছে। তাজা মাছের কানকোর রং থাকে লাল বা মেরুন। বাসি মাছ হলে রং হালকা বা ফ্যাকাসে হয়ে শুকিয়ে যাবে।
২. মাছের কানকো আঙুল দিয়ে ধরে দেখুন। হতে পারে লার রং দেওয়া। কানকোর লাল বা মেরুন রংটা আসল না নকল দেখে নিন।
৩. তাজা মাছের রং উজ্জ্বল বা চকচকে হবে। দেখেই মনে হবে পানিতে ঝাঁপ দেবে। কষ্ট হলেও গন্ধটা শুঁকে দেখতে পারেন। তাজা মাছে কড়া আঁশটে গন্ধ থাকে না বা নাকে খারাপ লাগে না।  যদি পান এমন গন্ধ তখন বুঝবেন তাজা নয়। এ ছাড়া তাজা মাছের গায়ে জোরে ঘষা দিলেও সহজে আঁশ উঠে আসবে না।
৪. একটা আঙুল দিয়ে মাছের গায়ে চাপ দিন। যদি দেখেন ত্বক একটু দেবে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে অর্থাৎ বাউন্স করছে বুঝবেন তাজা। তাজা না হলে দেবেই থাকবে।
৫. তাজা মাছের লেজ ও পাখা শক্ত এবং ভাঙা থাকে না।
৬. মাছের গায়ের দিকটা ভালো করে দেখুন। তাজা মাছে কোন কাঁটা বের হয়ে থাকে না। পঁচা হলে থাকে।
৭. তাজা মাছের চোখ জ্বলজ্বল করবে। চোখ যদি সাদা ও ঘোলাটে হয় তবে মাছটা খুব দ্রুত পচে যাওয়ার অবস্থায় আছে।
সূত্র : ইনফিউসন কুকিং ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments