Home শীর্ষ খবর অপেক্ষার পলা শেষ, মেট্রোরেলের যুগে বাংলাদেশ

অপেক্ষার পলা শেষ, মেট্রোরেলের যুগে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:
অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। আজ বুধবার সকাল ১১টায় মেট্রোরেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ পতাকা ওড়ানোর মধ্য দিয়ে ঘুরবে মেট্রোরেলের চাকা। শুরু হবে স্বপ্নবাহনের চলা। তিন ঘণ্টা ২০ মিনিট চলবে উদ্বোধনী পর্ব।
এ উপলক্ষে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সাধারণ যাত্রীরা স্বপ্নের মেট্রোরেলে চড়ার সুযোগ পাবেন আগামীকাল বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল থেকে।  মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদিন সকাল ৮টা থেকে ১০ মিনিট পরপর চার ঘণ্টা বিরতিহীন চলবে ট্রেন। মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে এই ট্রেন চলবে। তবে রেললাইনের বাঁকে গতি কম থাকবে। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও ১২ কিলোমিটার অংশের তিনটি স্টেশনে ট্রেন থামার কথা বলা হলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দুটি স্টেশন অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও আসা-যাওয়া করবে। যাত্রীর চাহিদা ও ব্যবহারে অভ্যস্ত হওয়া বিবেচনায় তিন মাস পর অন্য স্টেশনগুলোতে ট্রেন থামানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে। লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজাই হচ্ছেন প্রথম ট্রেনের চালক। উদ্বোধনের সময় উত্তরা-আগারগাঁও পর্যন্ত নিচের অংশে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সরকারের পক্ষ থেকে এ প্রকল্পকে বলা হচ্ছে, ‘তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল’। উত্তরা-কমলাপুর পর্যন্ত ১৭ স্টেশনের দীর্ঘ ২২ কিলোমিটারের এমআরটি-৬ প্রকল্পের বাকি অংশ উদ্বোধন হবে ২০২৫ সালে। এর মধ্যে আগামী বছরের শেষে উত্তরা থেকে মতিঝিল অংশের উদ্বোধন হবে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত যুক্ত হওয়ায় এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। এর মধ্যে জাইকা ১৯ হাজার ৭১৯ কোটি টাকা দিচ্ছে, আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
মেট্রোরেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সরকার বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ এবং সময় সাশ্রয়ে গ্রাহক যে সুবিধা পাবেন, সেসব বিষয় বিবেচনায় নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা, বিদ্যুতের দামসহ বিভিন্ন দিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমসিটিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
কলকাতার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকার সঙ্গে তুলনা করে এক সাংবাদিক জানতে চান, মেট্রোরেলের মাধ্যমে সব শ্রেণির মানুষের জন্য পরিবহন গড়ে তোলার যে স্বপ্ন, সেটা কি কেবল উচ্চ এবং উচ্চ মধ্যবিত্তের জন্য হলো কিনা? জবাবে সড়কমন্ত্রী বলেন, ‘এখন যে অবস্থা ঢাকা সিটিতে, আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন ১০০ টাকায়। কত মিনিটে আসছেন? ৩৮ মিনিটে। তাহলে কোথায় লস হলো? তিনি বরৈন, প্রতিটি আনন্দের সঙ্গে যন্ত্রণা থাকে। ভাড়া একটা বিষয়, এটা কখনো জেনারেলি অ্যাকসেপ্টেবল হবে না কোথাও। কিন্তু বাস্তবে সবাই অ্যাকসেপ্ট করবে। মিনিমাম রিকশা ভাড়া এখন ২০ টাকা, এটা কি ভাবেন?’ সেতুমন্ত্রী জানতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments