Home প্রযুক্তি বাতাসে উড়বে পৌনে দুই কোটি টাকার উড়াল গাড়ি ‘সুইচব্লেড’

বাতাসে উড়বে পৌনে দুই কোটি টাকার উড়াল গাড়ি ‘সুইচব্লেড’

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রে উড়ন্ত গাড়ি ‘দ্য স্যামসন সুইচব্লেডকে’ পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। গাড়িটির নির্মাতা স্যামসন স্কাই এর দাম নির্ধারণ করেছে এক লাখ ৪৫ হাজার পাউন্ড, যা ডলারে এক লাখ ৭০ হাজার প্রায়। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় পৌনে দুই কোটি। জানা গেছে, গাড়িটি পূর্ণাঙ্গ রূপ পেতে ১৪ বছর সময় লেগেছে।
পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার আগে সুইচব্লেডের ডানাগুলো খুলে ফেলে উচ্চগতির ট্যাক্সি হিসেবে পরীক্ষা করা হচ্ছে। স্যামসন স্কাই জানিয়েছে, ইতিমধ্যে ২১ হাজার মানুষ গাড়িটির অগ্রিম মূল্য পরিশোধ করেছেন। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ছাড়াও ৫২টি দেশের মানুষ রয়েছে।
তিন চাকার উড়ন্ত গাড়িটি চাইলে রাস্তায়ও চালানো যাবে। এ ছাড়া রাখা যাবে বাড়ির গ্যারেজেই। উড়ানোর জন্য কাছাকাছি বিমানবন্দরে নিয়ে গেলে তিন মিনিটের মধ্যে গাড়িটির ডানা এবং লেজ প্রসারিত হবে। এরপর চাইলেই কাছের গন্তব্যের বিমানবন্দরে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে। এটি ঘণ্টায় ৩০৬ কিলোমিটার গতিতে ২১ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অবতরণের পর উড়ন্ত স্পোর্টস গাড়িটিকে চাইলেই আবার ডানা এবং লেজ গুটিয়ে রাস্তায় চালানো যাবে।
স্যামসন স্কাইয়ের প্রধান নির্বাহী এবং সুইচব্লেডের নকশাকারী স্যাম বোসফিল্ড বলেছেন, ‘আমরা ধারণা করছি গাড়িটি উড্ডয়নে ঘণ্টায় ৮৮ মাইল গতির প্রয়োজন হবে। অর্থাৎ এই গতিতে পৌঁছলে গাড়িটি মাটি থেকে উঠতে শুরু করবে। পরীক্ষামূলক ড্রাইভে সুইচব্লেড ঘণ্টায় ৯৮ মাইল গতিতে চলেছে। যার মাধ্যমে প্রমাণ হয় সুইচব্লেড খুব ভালোভাবে উড়তে সক্ষম। ’
সূত্র : ওয়েলস অনলাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments