দখিনের সময় ডেস্ক:
বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলের দরজা খুললো সাধারণ মানুষের জন্য। মেট্রোরেলে উঠতে রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেকে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে যাত্রা শুরু করে মেট্রোরেল চলবে বেলা ১২টা পর্যন্ত। প্রথম মেট্রোর যাত্রী হতে প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যেও ভোররাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে রাত থেকেও লাইনে দাঁড়িয়েছেন কেউ কেউ।
প্রথমবারের মতো মেট্রোরেলে আগারগাঁও যাওয়ার জন্য সপরিবারে আসা এক যাত্রী বলেন, আগেই ধারণা ছিল প্রথম দিন অনেক ভিড় হবে। কিন্তু এসে দেখি ধারণার চেয়েও অনেক বেশি সংখ্যক যাত্রী আজ। একেবেঁকে লাইন চলে, গেছে অনেক দূরে। বেলা যত বাড়ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। কিন্তু ২০/৩০ জন করে যাত্রীকে অনেকক্ষণ পর পর ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ফলে স্টেশনের বাইরে প্রচন্ড ভিড় লেগেই আছে।
এ বিষয়ে উত্তরা উত্তর স্টেশনের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, মানুষকে মেট্রোর প্রসেস সম্পর্কে জানতে, বোঝাতে একটু সময় লাগছে। ভেতরে ঢোকার পর টিকিট সংগ্রহ করা খুবই ধীরগতিতে চলছে। কারণ সব মানুষ এ বিষয়ে জানে না, অভ্যস্ত না। সে কারণেই এই বিলম্ব হচ্ছে। মূলত শৃঙ্খলা বজায় রাখতে ধীরগতির কারণে এটা হয়েছে। এর সমাধান হতে দুই থেকে একদিন সময় লাগবে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। গতকাল উদ্বোধন হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। আপাতত মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।